Jio vs Airtel Prepaid Plan: এয়ারটেল কে টেক্কা দিয়ে এগিয়ে গেল জিও! সস্তার প্রিপেইড প্ল্যানে দিচ্ছে দ্বিগুন ডেটা, আনলিমিটেড কলিং

Jio vs Airtel Prepaid Plan: এয়ারটেল কে টেক্কা দিয়ে এগিয়ে গেল জিও! সস্তার প্রিপেইড প্ল্যানে দিচ্ছে দ্বিগুন ডেটা, আনলিমিটেড কলিং
HIGHLIGHTS

Reliance Jio এর কাছে বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান রয়েছে

Airtel এর কাছেও রয়েছে এমন একটি 155 দামের রিচার্জ প্ল্যান রয়েছে

জিও এবং এয়ারটেল একই দামের প্ল্যানে প্রায় একই সুবিধা দিচ্ছে

Reliance Jio এর কাছে বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান (Prepaid Plan) রয়েছে। এই রিচার্জ প্ল্যান অন্যান্য টেলিকম কোম্পানি Airtel রিচার্জকে টেক্কা দেয়। আমরা কথা বলছি জিওর 155 (Jio 155 Plan) টাকার রিচার্জ প্ল্যানের। আসুন জেনে নেওয়া যাক জিওর ১৫৫ টাকার প্ল্যানে কী সুবিধা পাওয়া যায়। Airtel এর কাছেও রয়েছে এমন একটি 155 দামের রিচার্জ প্ল্যান রয়েছে। এতে কোম্পানি একই দামে Jio vs Airtel কী কী সুবিধা দিচ্ছে জেনে নিই।

Reliance Jio 155 টাকার রিচার্জ প্ল্যান

জিওর ১৫৫ টাকা দামের এই রিচার্জে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। যার মানে 1 মাস থেকে 2 দিন কম।

আরও পড়ুন: Price Cut: 50MP ক্যামেরা সহ Samsung স্মার্টফোন হল ব্যাপক সস্তা, 8000 টাকার কমে কেনার সুযোগ

ডেটা হিসেবে এই প্ল্যানে গ্রাহকরা 2 জিবি ডেটা পাবেন। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে। শুধু তাই নয় এতে থাকছে আনলিমিটেড কলিং সুবিধা।

Jio vs Airtel
জিওর ১৫৫ টাকা দামের এই রিচার্জে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়

এছাড়া এই প্ল্যানে জিও 300 SMS অফার করছে। পাশাপাশি থাকছে, JioTv, Jio Cinema, Jio Cloud এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। তবে বলে দি যে এই প্ল্যানের সাথে Jio Cinema Premium এর সাবস্ক্রিপশন দেওয়া হয় না।

Airtel 155 টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল কোম্পানির কাছেও জিওর মতো একই দামে রিচার্জ প্ল্যান রয়েছে। এয়ারটেল তার এই রিচার্জে 1 জিবি ডেটা অফার করে। এছাড়া আনলিমিটেড কলিং ছাড়া এতে 24 দিনের ভ্যালিডিটি এবং 300 SMS পাওয়া যায়।

airtel
এয়ারটেল কোম্পানির কাছেও জিওর মতো একই দামে রিচার্জ প্ল্যান রয়েছে

প্ল্যানের সুবিধা দেখে বোঝাই যাচ্ছে যে জিও এবং এয়ারটেল একই দামের প্ল্যানে প্রায় একই সুবিধা দিচ্ছে।

Jio vs Airtel 155 রিচার্জ প্ল্যান

দুটি টেলিকম কোম্পানির সুবিধার কথা বললে, জিও 155 টাকায় 28 দিনের সুবিধা দিচ্ছে। যেখানে এয়ারটেল 4 দিন কম 24 দিনের ভ্যালিডিটি অফার করছে। ডেটার কথা বললে, জিও প্ল্যানে 2 জিবি ডেটা পাওয়া যায়। পাশাপাশি, এয়ারটেল প্ল্যানে 1 জিবি ডেটা দেওয়া হয়।

আরও পড়ুন: Reliance Jio এর 1 বছর পর্যন্ত চলবে এই 3 প্রিপেইড প্ল্যান, 730GB পর্যন্ত ডেটা আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo