Jio Cheapest Plan: মাত্র 123 টাকায় পুরো মাসে আনলিমিটেড কলিং এবং ডেটা, জানুন কোন গ্রাহকরা পাবেন এই বাম্পার সুবিধা

Jio Cheapest Plan: মাত্র 123 টাকায় পুরো মাসে আনলিমিটেড কলিং এবং ডেটা, জানুন কোন গ্রাহকরা পাবেন এই বাম্পার সুবিধা
HIGHLIGHTS

রিলায়েন্স জিও (Reliance Jio) তার 123 টাকার প্ল্যানে দুর্দান্ত বেনিফিট অফার করছে

গ্রাহকরা কম খরচে পুরো মাসের জন্য Unlimited Calling এবং Internet Data সুবিধা পাবেন

Reliance Jio গ্রাহকরা এই প্ল্যানে 14GB হাই-স্পিড 4G ইন্টারনেট সুবিধা পাবেন

রিলায়েন্স জিও (Reliance Jio) তার 123 টাকার প্ল্যানে দুর্দান্ত বেনিফিট অফার করছে। যেই গ্রাহকরা কম খরচে পুরো মাসের জন্য Unlimited Calling এবং Internet Data কিনতে চান তাদের জন্য এই প্ল্যানটি সেরা। সম্প্রতি রিলায়েন্স জিওর তরফে JioBharat Feature Phone বাজারে আনা হয়েছে, এখানে এই প্ল্যানটি ব্যবহার করা যাবে। তবে আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ রয়েছে এই প্ল্যানে।

Jio 123 Recharge Plan-এ কী রয়েছে বিশেষ

রিলায়েন্স জিও তার গ্রাহকদের কম দামে এই রিচার্জ প্ল্যানটি অফার করে। এই প্ল্যানে পুরো 28 দিনের মেয়াদ পাওয়া যায়, যা JioBharat Phone গ্রাহকদের জন্য আনা হয়েছে।

আরও পড়ুন: 84 দিনের ভ্যালিডিটি সহ Jio Cheapest Recharge Plan, কলিং-ডেটা সহ আর কী সুবিধা পাবেন 400 টাকার কমে

Jio Plan at Rs 123

এই প্ল্যানের সুবিধার কথা বললে, এতে আনলিমিটেড কলিং পাওয়া যাবে।

এছাড়া, Reliance Jio গ্রাহকরা এই প্ল্যানে 14GB হাই-স্পিড 4G ইন্টারনেট সুবিধা পাবেন।

কী ভাবছেন, আপনি তো JioBharat Phone ব্য়বহার করেন না, তবে আপনার জন্য সবচেয়ে সস্তা প্ল্যান কোনটা হবে?

আরও পড়ুন: iPhone 15 Series: Apple এর ধামাকা অফার, ফোনে 60,000 টাকা পর্যন্ত বাম্পার ছাড়

Jio 92 rs cheapest plan

Jio 91 Recharge Plan-এ কী রয়েছে বিশেষ

Reliance Jio-এর তরফে 91 টাকার একটি প্ল্যান রয়েছে, যা JioPhone User-দের জন্য সবচেয়ে সস্তা রিচার্জ।

এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে।

এতে মোত 3GB (100MB + 200MB প্রতিদিন অতিরিক্ত ডেটা) অফার করা হয়ে।

এই রিচার্জে গ্রাহকরা 50 SMS করার সুবিধাও পাবেন।

এছাড়া থাকছে JioTV, JioCinema এবং JioCloud এর মতো JioApps এর ফ্রি সুবিধা।

আরও পড়ুন: POCO লঞ্চ করল সস্তা 5G Phone এর নতুন ভ্যারিয়্যান্ট, কম দামে পাওয়া যাবে 50MP Camera

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo