POCO লঞ্চ করল সস্তা 5G Phone এর নতুন ভ্যারিয়্যান্ট, কম দামে পাওয়া যাবে 50MP Camera

POCO লঞ্চ করল সস্তা 5G Phone এর নতুন ভ্যারিয়্যান্ট, কম দামে পাওয়া যাবে 50MP Camera
HIGHLIGHTS

ভারতে POCO M6 Pro 5G ফোনের আরেকটি স্টোরেজ মডেল এসেছে, যা 4GB + 128GB ভ্যারিয়্যান্টে আসে

POCO M6 Pro 5G ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা রাখা হয়েছে

POCO M6 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য 50MP প্রাইমারি সেন্সর সহ 2MP ডেপথ সেন্সর রয়েছে

Poco M6 Pro ভারতে গত মাসে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি লঞ্চের সময় সিঙ্গেল ভ্যারিয়্যান্ট যার দুটি RAM এবং একটি স্টোরেজ অপশনে ভারতে আনা হয়েছিল- 4GB + 64GB এবং 6GB + 128GB। তবে এবার কোম্পানি চুপিসারে ভারতে এই ফোনের আরেকটি স্টোরেজ মডেল নিয়ে হাজির হয়েছে, যা 4GB + 128GB ভ্যারিয়্যান্টে আসে।

POCO M6 Pro 5G ফোনের 4GB RAM+ 128GB স্টোরেজ মডেলের বিক্রি শুরু হয়ে গিয়েছে। ফোনটি Flipkart থেকে কেনা যেতে পারে। আপনি যদি কম দামে একটি দুর্দান্ত নতুন স্মার্টফোন কিনতে চান, তবে এই ফোনের দাম এবং অফার ডিটেল সম্পর্কে জানতে পারেন।

আরও পড়ুন: iPhone 15 Series: নতুন আইফোন লঞ্চিংয়ের পরেই বন্ধ হল এই iPhone মডেল

কত দামে কেনা যাবে POCO M6 Pro 5G 4GB+128GB মডেল

POCO M6 Pro 5G ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা রাখা হয়েছে। তবে ফোনের প্রথম সেলে ফোনটি অফারে কম দামে কেনা যাবে।

POCO M6 Pro 5G ফোনের নতুন 4GB RAM + 128GB মডেলটি 1000 টাকার ছাড়ে বিক্রি করা হচ্ছে। আপনি যদি ICICI কার্ড দিয়ে পেমেন্টে করেন তবে এই ডিসকাউন্ট সুবিধা পেতে পারেন।

POCO M6 Pro 5G ফোনের 3টি মডেলের দাম রয়েছে

4GB+64GB স্টোরেজ = 10,999 টাকা
4GB+128GB স্টোরেজ = 11,999 টাকা
6GB+128GB স্টোরেজ = 12,999 টাকা

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by POCO India (@indiapoco)

আরও পড়ুন: Apple Event 2023: iPhone 15 series লঞ্চ, জানুন কত দাম, ফিচার কী এবং কবে থেকে বিক্রি নতুন সিরিজের

POCO M6 Pro 5G ফোনে কী রয়েছে ফিচার

POCO M6 Pro 5G ফোনে 90Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট সহ 6.79-ইঞ্চি FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস 3 দেওয়া।

ফোনে পারফরম্যান্স বাড়াতে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর অফার করা হয়েছে যা Adreno GPU এর সাথে পেয়ার করা হয়েছে।

POCO M6 Pro 5G ফোনে রয়েছে 4GB+64GB এবং 6GB+128GB। স্মার্টফোনে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

POCO M6 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য 50MP প্রাইমারি সেন্সর সহ 2MP ডেপথ সেন্সর রয়েছে। সেলফির জন্য, একটি 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ফোনে পাওয়ার দিতে বড় 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Redmi 12 কে টেক্কা দেবে Made in India Lava Blaze 2 Pro, 8GB RAM এবং 50MP ক্যামেরা সহ আর কী রয়েছে এই সস্তার ফোনে?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo