লাগবে না আর OTT সাবস্ক্রিপশনের খরচ, Jio এর মাত্র একটি রিচার্জেই মিলবে মুভি স্ট্রিমিং, ডেটা সহ কলিং সুবিধা
Jio OTT Plans: আপনি যদি জিও সিম ব্যবহার করেন এবং OTT সুবিধা পেতে চান, তাহলে আপনার জন্য দারুন খবর। জিও তার গ্রাহকদের জন্য বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান অফার করে যা একবার রিচার্জ করলে একাধিক OTT প্ল্যাটফর্মে অ্যাক্সেস অফার করে। সবচেয়ে সস্তা OTT প্ল্যানের দাম মাত্র 175 টাকা, 500 টাকা পর্যন্ত পাওয়া যাবে। এটি তাদের জন্য সেরা বিকল্প যাদের সম্পূর্ণ ডেটা প্যাকের প্রয়োজন নেই কিন্তু, শুধুমাত্র প্রিমিয়াম কন্টেন্ট দেখতে চান। এছাড়া জিওর আরও দুটি প্ল্যান রয়েছে যা 500 টাকার কম দামে আসে। এতে 445 টাকা এবং 500 টাকার প্ল্যান রয়েছে।
Surveyনিচে তালিকাভুক্ত প্ল্যানগুলো হলো মাল্টি-ওটিটি প্ল্যান। তবে, জিও-র এমন অন্যান্য প্ল্যানও রয়েছে যা Netflix, Amazon Prime বা JioHotstar মতো নির্দিষ্ট প্ল্যাটফর্মের জন্য তৈরি। এই প্ল্যানগুলো MyJio অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। আসুন এই প্রিপেইড প্ল্যানগুলি একে একে দেখে নিই যে তারা কী কী সুবিধা দেয়।
আরও পড়ুন: 200 টাকার কম খরচে পুরো মাস চলবে Jio SIM, আনলিমিটেড কলিং সহ থাকবে ডেটাও
Jio-এর 175 টাকার সবচেয়ে সস্তা OTT সহ রিচার্জ প্ল্যান
জিও-র 175 টাকার প্রিপেইড প্ল্যানটি হলো সবচেয়ে কম দামের একটি বিকল্প যা ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস দেয়। এতে 10 জিবি হাই-স্পিড ডেটা এবং 28 দিনের ভ্যালিডিটি রয়েছে। বলে দি যে এটি ডেটা অ্যাড-অন প্ল্যান, যার মানে হলো কলিং সুবিধার জন্য গ্রাহকদের অবশ্যই একটি এক্টিভ বেস প্ল্যান থাকতে হবে।
ওটিটি সুবিধার দিক থেকে, এই প্ল্যানে SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi এবং JioTV মতো ওটিটি সাবস্ক্রিপশন রয়েছে।
445 টাকার জিও প্ল্যানে প্রতিদিনের ডেটার সাথে ওটিটি
আরেকটি রিচার্জ প্ল্যান হল 445 টাকার। এতে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডেটা প্রতিদিন 28 দিনের জন্য পাবেন। এছাড়াও, এতে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা তাদের এলাকায় আনলিমিটেড 5G ডেটাও ব্যবহার করতে পারবেন।
উপরে সুবিধাগুলির পাশাপাশি, গ্রাহকরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নির্দিষ্ট কিছু ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস পাবেন। এর মধ্যে রয়েছে SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode এবং JioTV।
আরও পড়ুন: 50MP এর ট্রিপল রিয়ার ক্যামেরা, 62000mAh ব্যাটারি সহ Vivo X200T ভারতে লঞ্চ, জানুন দাম এবং ফিচার
500 টাকার জিও প্ল্যানটি প্রিমিয়াম এন্টারটেন্মেন্ট ইউজারদের লক্ষ্য করে তৈরি
তৃতীয় প্ল্যানটি হল 500 টাকার। এই প্রিপেইড প্ল্যানটি এমন ইউজারদের জন্য তৈরি করা হয়েছে যারা সম্পূর্ণ মোবাইল সুবিধার পাশাপাশি একটি বিস্তৃত ওটিটি প্ল্যাটফর্মের তালিকা চান। এটি 28 দিনের জন্য প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড 5জি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS অফার করে।
কানেক্টিভিটির সুবিধা ছাড়াও, এই প্ল্যানটি ইউটিউব মিউজিক প্রিমিয়াম, প্রাইম ভিডিও মোবাইল, জিওহটস্টার, SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode এবং JioTV সহ 10টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মে অ্যাক্সেস অফার করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile