বিক্রম বেগে এগিয়ে চলেছে বিক্রম, এখনও ঠিক নেই নামার জায়গায়

বিক্রম বেগে এগিয়ে চলেছে বিক্রম, এখনও ঠিক নেই নামার জায়গায়
HIGHLIGHTS

ভারতের চন্দ্রযান ২ কালই আলদা করেছে রোভার আর বিক্রমকে

আগামী 7 তারিখ ভারতের চন্দ্রযান চাঁদে নামবে

ভারতের দ্বিতীয় চন্দ্রযান গত কাল ই সক্ষম ভাবে ঘটনার ঘনঘটায় দুপুর বেলা ঠি ভাবে আলদা হ্যে গেছে। আর অরবিটকে কক্ষপথে রেখে আলাদ হয়েছে বিক্রম ল্যান্ডার। রোভার প্রজ্ঞানকে নিয়ে যা শুক্রবার গভীর রাতে চাঁদে নামবে। আর এই দুদিনে চাঁদের আরও কাছে পৌঁছে যাবে বিক্রম। আলদা হওয়ার পরে অরবিট আর বিক্রম দুজনেই সঠিক ভাবে কাজ করছে।

ঠিক আছে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বিক্রম তবে কিন্তু ঠিক কোথায় কোন গহ্বরের পাশে সমতলে কোন জায়গায় সে নামবে তা ঠিক হয়নি। বিক্রমের ক্যামেরা যে ছবি পাঠাবে তা বিশ্লেষণ করেই বিক্রমের নামার জায়গা চূড়ান্ত করবনে বিজ্ঞানীরা।

অরবিট এখনও পর্যন্ত তার কাজ সাফল্যের সঙ্গেই করেছে। ছবি আর তথ্য পাঠানোর সঙ্গে পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

বিক্রম আর প্রজ্ঞান চাঁদে ১৪ দিন খোঁজ খবর করবে। আর অরবিট বছর খানেক কাজ করবে। চাদকে প্রদক্ষিণ করতে করতে করতে অরবিট তার ‘টেরেন ম্যাপইং ক্যামেরা ২’ দিয়ে ছবি তুলছে।  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo