2 মার্চ ভারতে লঞ্চ হবে 200MP ক্যামেরা এবং 16GB RAM সহ নতুন Xiaomi ফোন, দাম কত হবে জানুন

2 মার্চ ভারতে লঞ্চ হবে 200MP ক্যামেরা এবং 16GB RAM সহ নতুন Xiaomi ফোন, দাম কত হবে জানুন
HIGHLIGHTS

Xiaomi অবশেষে ভারতে Xiaomi 15 series এর লঞ্চ তারিখ নিশ্চিত করে দিয়েছে

শাওমি 15 আল্ট্রা ফোনে নতুন কোয়ালকম Snapdragon 8 Elite চিপসেট দেওয়া যেতে পারে

শাওমি 15 সিরিজ 2 মার্চে ভারতে এন্ট্রি নেবে

Xiaomi অবশেষে ভারতে Xiaomi 15 series এর লঞ্চ তারিখ নিশ্চিত করে দিয়েছে। শাওমির নতুন সিরিজ 2 মার্চে ভারতে এন্ট্রি নেবে। এই সিরিজের আওতায় কোম্পানি দুটি মডেল আনতে পারে যা Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra হবে। বলে দি যে এই ফোনটি গত বছর অক্টোবরে চীনে লঞ্চ করা হয়েছিল। আশা করা হচ্ছে যে ভারতীয় ভার্সনেও চীনের মতো ফিচার দেওয়া হবে। আসুন জেনে নেওয়া যাক ফোনের ডিজাইন, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে।

টিপস্টার অভিষেক যাদব তার X (টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করেছে যে ফোনটি কেমন দেখতে হবে। লিক অনুযায়ী, আল্ট্রা ভ্যারিয়্যান্ট তিনটি কালার অপশনে আসবে, কালো, সাদা এবং কালো এবং সাদা তে আসতে পারে।

আরও পড়ুন: Vivo V50 আজ হচ্ছে লঞ্চ, 6000mAh এর বড় ব্যাটারি এবং ZEISS পোট্রেট ক্যামেরা থাকবে ফোনে, জানুন কত হবে দাম

ভারতে কত দাম হবে Xiaomi 15 ফোনের

Xiaomi 15 Series India launch

রিপোর্ট অনুযায়ী, শাওমি 15 এর দাম প্রায় 70,000 টাকা হবে বলে আশা করা হচ্ছে। যদি ভারতে লঞ্চ হয় তবে শাওমি 15 আল্ট্রা ফোনের দাম xiaomi 14 Ultra সমান হতে পারে, যার দাম 99,999 টাকা।

শাওমি 15 ফোনের স্পেসিফিকেশন কী হবে

আপকামিং শাওমি 15 ফোনে 6.36-ইঞ্চির OLED স্ক্রিন দেওয়া যেতে পারে। এতে 5500mAh এর ব্যাটারি থাকবে যা 90W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। শাওমি 15 ফোনে Lieca পাওয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এতে 50MP প্রাইমারি সেন্সর এবং 32MP সেন্সর ফ্রন্ট ক্যামেরা থাকবে। ফোনটি Amdroid 15 ভিত্তিক hyperos 2.0 তে চলবে।

শাওমি 15 আল্ট্রা ফোনের ফিচার কেমন হবে

লিক থেকে জানা গেছে যে এতে একটি কোয়াড ক্যামেরা সেটআপ হবে, যা 50MP প্রাইমারি সেন্সর, 3x অপটিকাল জুম সহ 50MP টেলিফটো লেন্স, 200MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর সাপোর্ট করবে। আল্ট্রা ফোনে নতুন কোয়ালকম Snapdragon 8 Elite চিপসেট দেওয়া যেতে পারে। ফোনে 16GB RAM এবং 1TB স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। আল্ট্রা মডেলে 2K কোায়ড কার্ভড প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার দিতে ফোনে 90W ওয়্যারড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এতে 14 আল্ট্রা এর মতো 5000mAh ব্যাটারি থাকবে।

আরও পড়ুন: মাত্র 5 টাকার প্রতিদিনের খরচে মিলবে 6 মাস পর্যন্ত আনলিমিটেড কলিং এবং ডেটা, BSNL এর এত সস্তা প্ল্যান Jio, Airtel এর কাছেও নেই

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo