Vivo V50 আজ হচ্ছে লঞ্চ, 6000mAh এর বড় ব্যাটারি এবং ZEISS পোট্রেট ক্যামেরা থাকবে ফোনে, জানুন কত হবে দাম
ভিভো কোম্পানি ভারতে তার নতুন মিড রেঞ্জ স্মার্টফোন, Vivo V50 লঞ্চ করতে চলেছে। এই ফোনের ডিজাইন এবং কিছু ফিচার আগেই প্রকাশ করা হয়েছে। ভিভো ভি50 ফোনটি ভারতে আজ 17 ফেব্রুয়ারি দুপুর 12টায় লঞ্চ হবে। নতুন ভিভো ফোনটি প্রিমিয়াম মিড রেঞ্জ সেগামেন্টে এন্ট্রি নেবে। এতে ডিজাইন থেকে ফিচার পর্যন্ত একাধিক আপগ্রেড রয়েছে। লঞ্চের আগেই ভিভো ফোনের বেশিরভাগ ডিটেল Flipkart এর মাধ্যমে প্রকাশ হয়েছে।
ভারতে কত দাম হবে Vivo V50 ফোনের
আপকামিং ভিভো ভি50 ফোনের ভারতীয় দাম আগেই লিক হয় গেছে। আশা করা হচ্ছে যে ভিভো ফোনের দাম 34,999 টাকা থেকে শুরু হবে। এই ফোনটি টাইটেনিয়াম গ্রে, রোজ রেড এবং স্টাররি ব্লু কালার অপশনে আসবে।
ভিভো ভি50 ফোনে কী থাকবে স্পেসিফিকেশন এবং ফিচার
ফ্লিপকার্ট মাইক্রোসাইট অনুযায়ী, ভিভো ভি50 ফোনে থাকবে 6.78-ইঞ্চি মাইক্রো-কোয়াড-কার্ভড OLED ডিসপ্লে। যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট 120Hz দেওয়া হবে। প্রসেসর হিসেবে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট হতে পারে। একই প্রেসসর আমরা ভিভো ভি40 তেও দেখতে পেয়েছি।
ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, ভিভো ভি50-তে OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ একটি 50MP প্রাইমারি ক্যামেরা, একটি 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং পিছনে Aura Light LED ফ্ল্যাশ থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনের দিকে একটি 50MP ক্যামেরা রয়েছে।
ব্যাটারির কথা বললে, ভিভো ভি50 ফোনে 6000mAh এর বড় ব্যাটারি হবে যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি যে এই সেগামেন্টে সবচেয়ে পাতলা ফোন হবে, যা 7.4mm মোটা হবে। অপারেটিং সিস্টাম হিসেবে এই ফোন Android 15 ভিত্তিক Funtouch OS 15 এ চলবে।
আরও পড়ুন: Vivo T4x 5G ফোনে থাকবে 6500mAh ব্যাটারি, লঞ্চের আগে প্রকাশ্যে এল দাম
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile