Xiaomi 12 India Launch: চলতি বছরে এই মাসেই ভারতে লঞ্চ হবে শাওমি 12 এবং শাওমি 12 প্রো স্মার্টফোন

Xiaomi 12 India Launch: চলতি বছরে এই মাসেই ভারতে লঞ্চ হবে শাওমি 12 এবং শাওমি 12 প্রো স্মার্টফোন
HIGHLIGHTS

Xiaomi 12 এবং Xiaomi 12 Pro 2022 সালের মার্চ মাসে বিশ্ব বাজারে চালু হতে পারে

Xiaomi এই দুটি ফ্ল্যাগশিপ ফোনই প্রথমে বিশ্ব বাজারে আনার পরিকল্পনা করছে বলে জানা গেছে

Xiaomi 12 স্মার্টফোনগুলি দেশে প্রথম Snapdragon 8 Gen 1 প্রসেসর আনতে পারে

ভারতে Xiaomi- এর নতুন দুটি স্মার্টফোন Xiaomi 12 এবং Xiaomi 12 Pro এপ্রিল মাসে লঞ্চ হতে চলেছে। গত বছর ডিসেম্বরের শেষের দিকে চীনে এই স্মার্টফোন দুটি আনা হয়েছিল। Xiaomi এই দুটি ফ্ল্যাগশিপ ফোনই প্রথমে বিশ্ব বাজারে আনার পরিকল্পনা করছে বলে জানা গেছে। মুকুল শর্মার মতে, Xiaomi 12 এবং Xiaomi 12 Pro 2022 সালের মার্চ মাসে বিশ্ব বাজারে চালু হতে পারে। Xiaomi এই ডিভাইসগুলি এপ্রিল মাসেও ভারতে লঞ্চ করতে পারে। 

যদিও গুজবগুলিকে বিশ্বাস করা যায়, কারণ Xiaomi গতবছরেও একই স্ট্র‍্যাটেজি ফলো করেছিল। Mi 11 সিরিজটি গ্লোবালি 2021- এর মার্চ মাসেই লঞ্চ করা হয়েছিল এবং ভারতে এটি লঞ্চ হয়েছিল এপ্রিল মাসে। সেই সময় Xiaomi ভারতে Mi 11X, Mi 11X Pro এবং Mi Ultra এনেছিল।

আমরা যদিও এখনও নির্দিষ্ট কোনো ভারতে লঞ্চ ডেট জানিনা, কিন্তু শোনা জাচ্ছে যে, Xiaomi 12 স্মার্টফোনগুলি দেশে প্রথম Snapdragon 8 Gen 1 প্রসেসর আনতে পারে। ভারতে অন্য কোনো স্মার্টফোন কোম্পানি এই প্রসেসর আনার কথা এখনো ঘোষণা করেনি।

Xiaomi 12 pro এই দুটি নতুন স্মার্টফোনের মধ্যে বেশি ভালো এবং আকর্ষনীয়। ফোনটিতে রয়েছে 6.73-inch QHD+(1,440×3,200 pixels) LTPO AMOLED ডিসপ্লে, যার সাথে 1,500 nits of peak ব্রাইটনেস এবং একটি 120Hz ডায়নামিক রিফ্রেস রেট। ফোনটিতে 480Hz টাচ স্যাম্পলিং এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস রয়েছে।

ফোনটিতে Snapdragon 8 Gen 1 chip এর সাথে 12 GB LPDDR5 RAM এবং 256GB  UFS 3.1 স্টোরেজ রয়েছে। স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল  প্রাইমারি Sony IMX707 সেন্সর উইথ OIS, 50 মেগাপিক্সেল পোট্রেট সেন্সর এবং একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর থাকবে। মোবাইলটির সামনে 32 মেগাপিক্সেল সেন্সর থাকবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo