Vivo V29 Sale in India: 50MP সেলফি ক্যামেরা সহ নতুন Vivo ফোনের বিক্রি শুরু, রয়েছে দুর্দান্ত অফার

Vivo V29 Sale in India: 50MP সেলফি ক্যামেরা সহ নতুন Vivo ফোনের বিক্রি শুরু, রয়েছে দুর্দান্ত অফার
HIGHLIGHTS

Vivo V29 স্মার্টফোনের প্রথম সেল আজ অর্থাৎ 17 অক্টোবর শুরু থেকে শুরু হয়ে গিয়েছে

ফোনের বিক্রি ই-কমার্স ওয়েবসাইট Flipkart এবং ভিভো ইন্ডিয়া স্টোর থেকে করা হচ্ছে

ভিভো V29 ফোনের দাম ভারতে 32,999 টাকা রাখা হয়েছে

Vivo V29 Sale in India: মোবাইল কোম্পানি ভিভো-র লেটেস্ট ফোন Vivo V29 স্মার্টফোনের প্রথম সেল আজ অর্থাৎ 17 অক্টোবর শুরু থেকে শুরু হয়ে গিয়েছে। আপনি যদি এই সময় নতুন ফোন কেনার কথা ভাবছেন, তবে দুর্দান্ত ডিসকাউন্ট অফারে এটি কেনা যাবে। ফোনের বিক্রি ই-কমার্স ওয়েবসাইট Flipkart এবং ভিভো ইন্ডিয়া স্টোর থেকে করা হচ্ছে।

Vivo V29 Price in India

ভিভো V29 ফোনের দাম ভারতে 32,999 টাকা রাখা হয়েছে। এই দামে ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। পাশাপাশি, ফোনের 12GB RAM এবং 25GB স্টোরেজ মডেলের দাম 36,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: Amazon GIF 2023 Sale: 6 হাজার টাকা সস্তায় কিনুন Lava Agni 2 5G, কোয়াড রিয়ার ক্যামেরা সহ রয়েছে পাওয়ারফুল ব্যাটারি

ফোনটি তিনটি কালার অপশনে কেনা যাবে- হিমালয়ান ব্লু, ম্যাজেস্টিক রেড এবং স্পেস ব্ল্যাক।

Vivo V29 Sale Offer

অফারের কথা বললে, ফোনটি দুর্দান্ত ডিসকাউন্টের সাথে কেনা যেতে পারে। ফোনে ব্যাঙ্ক অফারের পাশাপাশি ক্যাশব্যাক এবং ক্যাশব্যাক অফার করা হচ্ছে।

আরও পড়ুন: Airtel Recharge Plans: একবার রিচার্জে 3 মাস চলবে প্ল্যান, প্রতিদিন 2 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ অফার

Vivo V29 Specifications

ফিচারের কথা বললে, ফোনে 6.7 ইঞ্চি 1.5K 3D কার্ভড ডিসপ্লে রয়েছে। ফোনটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ আসে।

ফোনে প্রসেসর হিসেবে Mediatek Dimensity 8200 চিপসেটে কাজ করে।

Vivo V29 Sale in India
Vivo V29 Specifications

Vivo V29 ফোনে লেটেস্ট স্মার্ট অরা লাইট সাপোর্ট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনে তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেলের মেইন লেন্স সহ একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের বোকে ক্যামেরা দেওয়া।

ফোনে অফার করা ক্যামেরাতে OIS সাপোর্ট পাওয়া যাবে। ফোনটিতে একটি 50MP Eyefish সেলফি ক্যামেরা রয়েছে।

ফোনে পাওয়ার দিতে 80W ফ্ল্যাশ চার্জ সহ একটি 4600mAh ব্যাটারি রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo