Vivo V15 Pro আর OnePlus6T ফোনের তুলনা

Vivo V15 Pro আর OnePlus6T ফোনের তুলনা
HIGHLIGHTS

Vivo V15 Pro ভারতে লঞ্চ হয়ে গেছে 32MP র পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে আর আজকে আমরা এই ফোনের সঙ্গে OnePlus6T ফোনের তুলনা করে দেখব

অনেক দিনের অপেক্ষার পরে অবশেষে vivo তাদের V15 Pro ফোনটি লঞ্চ করেছে এই ফোনের অন্যতম বড় বৈশিষ্ট্য এর 32MP র পপ আপ সেলফি ক্যামেরা আর যা আমরা এর আগে Vivo NEX য়ে দেখেছি। এই ফোনে সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91.64%। আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনটির সঙ্গে আজকে আমরা OnePlus6T ফোনের তুলনা করে দেখব।

আমরা যদি দুটি ফোনের ডিসপ্লে দেখি তবে Vivo V15 Pro ফোনে আপনারা 6.39 ইঞ্চির ডিসপ্লে পাবেন যার রেজিলিউশান 2340×1080 পিক্সাল। আর অন্য দিকে OnePlus6T ফোনে একটু বড় 6.4 ইঞ্চির স্ক্রিন আছে যা 1080×2340 পিক্সাল রেজিলিউশানের।

আর পার্ফর্মেন্সের ক্ষেত্র এই Vivo V15 Pro ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 অক্টা কোর প্রসেসার যুক্ত, আর এই ফোনটি 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজে লঞ্চ করা হয়েছে। আর সেখানে OnePlus 6T ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসারের সঙ্গে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ দেওয়া হয়েছে।

আর ক্যামেরা কথা যদি বলি তবে Vivo V15 Pro ফোনে আপনারা 32MP র পপ আপ সেলফি ক্যামেরা পাবেন আর আমরা এরকম পপ আপ ক্যামেরা এর আগে Vivo NEX য়ে দেখেছি। আর এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরাতে 48MP+8MP+5MP র ক্যামেরা আছে। আর এই ফোনের 8MP ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল শট যুক্ত আর সেখানে 5MP ক্যামেরাটি ডেপথ সেন্সিং ক্যামেরা যুক্ত। আর অন্য দিকে OnePlus6T ফোনে আপনারা 16MP+20MP র রেয়ার ক্যামেরা পাবেন আর এই ফোনে 16MP র ফ্রন্ট ক্যামেরা আছে।

Vivo V15 Pro ফোনটি প্রি বুকিংয়ের জন্য কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটির দাম 28,990 টাকা। আর সেখানে OnePlus 6T ফোনটি অ্যামাজনে 37,990 টাকায় পাওয়া যাচ্ছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo