স্পেক্সের তুলনায় Samsung Galaxy M20 আর Realme 2 Pro

HIGHLIGHTS

Samsung Galaxy M20 স্মার্টফোনটি সম্প্রতি লঞ্চ করা হয়েছে আর Realme 2 Pro ফোনটি গত বছর ভারতে লঞ্চ করা হয়েছিল

স্পেক্সের তুলনায় Samsung Galaxy M20 আর Realme 2 Pro

Samsung য়ের Galaxy M20 আর Realme 2 Pro দুটি ফোনের মধ্যে স্পেসিফিকেশানের তুলনার মাধ্যমে আমরা আজকে দেখব যে কোন ফোনটি ভাল হার্ডওয়্যার অফার করে। আর এই দুটি ফোনের ডিসপ্লের টপে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

প্রথমে আমরা যদি ডিসপ্লের দিকটি দেখি তবে Realme 2 Pro ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর দুটি স্মার্টফোনেই ডিসপ্লের রেজিলিউশান 2340X1080 পিক্সাল। আর সেখানে Samsung Galaxy M20 ফোনে আপনারা 6.3 ইঞ্চির FHD+ ইনিফিনিটি V ডিসপ্লের ফোন পাবেন যা 1080×2340 পিক্সাল রেজিলিউশানের। আর এই দুটি ফোনের টপে ওয়াটার ড্রপ নচ আছে।

আমরা যদি এই দুটি ফোনের প্রসেসারের বিষয়ে কথা বলি তবে বলতে হয় জে Realme 2 Pro ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 অক্টা কোর প্রসেসার পাবেন। আর Samsung Galaxy M20 ফোনে আপনারা এক্সিয়ন্স অক্টা কোর প্রসেসার পাবেন আর এই ফোনের স্টোরেজ 3GB/32GB আর 4GB /64 GB.

আমরা যদি দুটি ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে Realme 2 Pro ফোনে আপনারা একটি 16MP+2MP র রেয়ার ক্যামেরা পাবেন। আর স্যামসাংয়ের ফোনের ব্যাকে আপনারা 13MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা আছে।

Realme 2 Pro ফোনটিতে 3,500mAH য়ের ব্যাটারি আছে আর সেখানে galaxy M20 ফোনে আপনারা 5,000mAh য়ের ব্যাটারি পাবেন আর এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর USB টাইপ C পোর্টের সঙ্গে এসেছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo