HIGHLIGHTS
এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম আর 3000mAh ব্যাটারি যুক্ত
Samsung Galaxy J7 Nxt ভারতে লনহ হল। ভারতীয় বাজারে এই স্মার্টফোনটির দাম Rs. 11,490 রাখা হয়েছে। এই স্মার্টফোনটি ব্ল্যাক আর গোল্ড রঙে পাওয়া যাবে। এই ফোনটি অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
SurveySamsung Galaxy J7 Nxt ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখা যাক। এই ফোনটিতে HD সুপার AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশান 720×1280 পিক্সাল। এটি 1.6GHz অক্টা কোর প্রসেসার আর 2GB র্যাম যুক্ত। এই ফোনটিতে 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। যা 256GB অব্দি বাড়ানো যায়। এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এইফ ফোনটিতে 3000mAh এর ব্যাটারি আছে।
এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয় যাক। এই ফোনটিতে 13MP’র f/1.9 অ্যাপার্চার যুক্ত রেয়ার ক্যামেরা আছে। আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা 5MP’র যার অ্যাপার্চার f/2.2। কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে 4G VoLTE, ব্লুটুথ, ওয়াই-ফাই, GPS, 3.5mm অডিও জ্যাল আর মাইক্রো USB পোর্টের মতন ফিচার্স আছে।