সোজা 10000 টাকা সস্তায় কিনুন 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung Galaxy 5G স্মার্টফোন, জানুন নতুন দাম কত

সোজা 10000 টাকা সস্তায় কিনুন 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung Galaxy 5G স্মার্টফোন, জানুন নতুন দাম কত

সম্প্রতি ই-কমার্স সাইটে একের পর এক সেল চলছিল। সেল চলাকালীন বিভিন্ন স্মার্টফোনে দেদার ছাড় অফার করা হয়েছে। তবে আপনি যদি সেই সময় কোনো স্মার্টফোন না কিনে থাকেন এবং নতুন স্মার্টফোন খুঁজছেন তবে এখনই সুযোগ রয়েছে। আসলে Samsung Galaxy A35 5G ফোনের দাম আবারও অনেকটা সস্তা হয় গেছে। বলে দি যে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি Galaxy A36 5G ফোনের সাথে লঞ্চ করা হয়েছিল। 10000 টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনটি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কত টাকা সস্তায় কেনা যাবে Samsung Galaxy A35 5G ফোন

দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনটি দুটি স্টোরেজ 8GB RAM+128GB এবং 8GB RAM+256GB ভ্যারিয়্যান্ট অপশনে আসে। ফোনের 8GB RAM+128GB বেস মডেলটি 30,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। এবং 8GB RAM+256GB মডেলটি 33,999 টাকা দামে আনা হয়েছিল।

আরও পড়ুন: 10 হাজার টাকার কমে বিক্রি হচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ 5G Smartphone

তবে এখন স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি বেস মডেলটি Flipkart সাইটে 21,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। যার মানে এতে সোজা 9,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এবং 256GB স্টোরেজ মডেলেটি 23,999 টাকা দামে লিস্ট করা। যার মানে এতে 10,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy A35 5G price drop
Samsung Galaxy A35

এছাড়া থাকছে 5 শতাংশ ক্যাশব্যাক, ইএমআই এবং এক্সচেঞ্জ অফারও।

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে রয়েছে 6.6 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে সহ Full HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া। পারফরম্যান্সের ক্ষেত্রে গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে Exynos 1380 চিপসেট অফার করা হয়েছে। এটি 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে 13 মেগাপিক্সেল সেন্সর।

পাওয়ার দিতে গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনটি 5000mAh ব্যাটারি অফার করে যা 25W ওয়্যারড চার্জিং সহ আসে।

আরও পড়ুন: 200MP পেরিস্কোপ ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ আসতে পারে Vivo X300 Pro 5G, লিক হল স্পেক্স

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo