রিলায়েন্স জিও নিয়ে আসতে পারে Rs 500 4G VoLTE ফোনঃ রিপোর্ট

HIGHLIGHTS

তবে এও জানা গেছে যে রিলায়েন্স জিও 18-20 মিলিয়ান ইউনিটের অর্ডার দিয়েছে

রিলায়েন্স জিও নিয়ে আসতে পারে Rs 500 4G VoLTE ফোনঃ রিপোর্ট

রিলায়েন্স জিওর সস্তার 4G VoLTE স্মার্ট ফোনের বিষয়ে একটি নতুন খবর জানা গেছে। এবার খবর পাওয়া গেছে যে, রিলায়েন্স জিও এই মাসে তাদের সবথেকে সস্তা 4G VoLTE ফিচার ফোনটি নিয়ে আসছে। এই খবরটি ব্রিকি রেজ ফ্রেম HSBC ইকনমিক টাইমসে দিয়েছে। জিওর এই ফিচারফোনটির দাম Rs. 500 হতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও দেখুনঃ  Nubia N2 ভারতে লঞ্চ হল, দাম Rs. 15,999

পাওয়া খবর অনুসারে, এই ফোনটি কোম্পানির অ্যানুয়েল জেনারেল মিটিং এর সময় সামনে আসতে পারে। এই মিটিংটি 21 জুলাই হবে। HSBC জানিয়েছে যে, জিও এই ফোনে Rs. 650 থেকে Rs. 975 অব্দি সাবসিডি দেবে যাতে এটি Rs. 500 তে রিটেল হতে পারে।

এর আগের রিপর্টে বলা হয়েছিল যে, জিও চিনের একটি মোবাইল কোম্পানির সঙ্গে এই 4G ফিচার ফনেটি বানানোর জন্য কথা বলছে, এই ফিচার ফোনটির দাম Rs. 1500 হবে। 

আরও দেখুনঃ টেলিকমে GST এফেক্ট, এবার ভোডাফোনে পাওয়া যাবে ১৪৭ টাকায় ২ জিবি ৪জি ডাটা

আরও দেখুনঃ সাওমির এই স্মার্টফোন গুলি অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট পাবে

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo