Realme NARZO N65 5G: এই দিন ভারতে লঞ্চ হবে রিয়েলমির নতুন ৫জি স্মার্টফোন, মিডিয়াটেক চিপসেট সহ আর কী থাকবে জানুন

Realme NARZO N65 5G: এই দিন ভারতে লঞ্চ হবে রিয়েলমির নতুন ৫জি স্মার্টফোন, মিডিয়াটেক চিপসেট সহ আর কী থাকবে জানুন
HIGHLIGHTS

Realme ভারতে তার আপকামিং স্মার্টফোন realme NARZO N65 5G লঞ্চ করতে চলেছে

আপকামিং রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনটি ভারতে 28 মে লঞ্চ করা হবে

আপকামিং রিয়েলমি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5G চিপসেটে কাজ করবে

Realme সম্প্রতি ভারতে তার লেটেস্ট স্মার্টফোন realme GT 6T লঞ্চ করেছে। কোম্পানি নতুন স্মার্টফোনের পাশাপাশি, ভারতে তার আপকামিং স্মার্টফোনের ঘোষনা করে। আপকামিং স্মার্টফোনটি realme NARZO N65 5G নামে আসবে। আপকামিং রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনটি ভারতে 28 মে লঞ্চ করা হবে।

আসুন জেনে নেওয়া যাক আপকামিং রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনে কী থাকবে বিশেষ।

আরও পড়ুন: Latest Launch: 12GB RAM এবং নতুন কোয়ালকম প্রসেসর সহ ভারতে Poco F6 লঞ্চ, জানুন দাম কত

realme NARZO N65 5G ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন কী থাকবে

Realme Narzo N65 5G storage & colour options leaked ahead of India launch: Expected Specs & Price
ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5G চিপসেটে কাজ করবে

আপকামিং রিয়েলমি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 5G চিপসেটে কাজ করবে। ফোনটি IP54 রেটিং সহ বাজারে আসে যা জল এবং ধুল থেকে ফোনকে সুরক্ষিত রাখবে। যার মানে হল যে ফোনটি কয়েক ফোঁটা জল বা হালকা বৃষ্টি সহ্য করতে সক্ষম হবে, কিন্তু জলের নীচে সম্পূর্ণ রাখা যাবে না।

কোম্পানি রিয়েমিল ফোনে রেইন ওয়াটার স্মার্ট টাচ ফিচারও অফার করছে। এটি ভেজা অবস্থায় ভাল করে চালানো যাবে। এছাড়া ইউজাররা তাদের ভেজা আঙ্গুল দিয়ে ফোন ব্যবহার করতে পারবেন।

রিয়েলমি ফোনের বিক্রি অনলাইন শপিং সাইট Amazon থেকে করা হবে। ফোনটি অ্যামাজন স্পেশাল ট্যাগ এর সাথে আনা হয়েছে।

নারজো এ৬৫ ৫জি ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করবে। স্টোরেজ হিসেবে আপকামিং ফোনটি 2TB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করবে।

আরও পড়ুন: Jio, Vodafone এর বাড়ল চিন্তা! Airtel 500 টাকার কমে দিচ্ছে 84 দিনের ভ্যালিডিটি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo