Realme 9i 5G লঞ্চ হল ভারতে, রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 চিপসেট

Realme 9i 5G লঞ্চ হল ভারতে, রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 চিপসেট
HIGHLIGHTS

ভারতে হাজির হল Realme 9i 5G ফোনটি

Realme 9i 5G রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 চিপসেট

আগামীদিনে এটি Moto G52, Poco M4 Pro 5G, ইত্যাদি ফোনকে জোর টক্কর দেবে বলে মনে করা হচ্ছে

Realme এর একটি মিড রেঞ্জ ফোন ভারতের বাজারে এল। এই ফোনটির নাম হল Realme 9i 5G। এই ফোনটির সব থেকে আকর্ষণীয় ফিচার হল এর ব্যাক প্যানেল যেখানে রয়েছে লেজার লাইট ডিজাইন। আসুন দেখে নেওয়া যাক এই ফোনে কী কী ফিচার আছে।

এই ফোনে কী কী ফিচার আছে?

এই ফোনে আছে MediaTek Dimensity 810 চিপসেট যা TSMC এর 6nm প্রসেসের উপর বেস করে তৈরি করা হয়েছে। এবং এটি Arm MALI G57 MC2 GPU এর সঙ্গে যুক্ত করা আছে। Dimensity 700 এর তুলনায় এই প্রসেসরটি প্রায় 20% ফাস্ট কাজ করবে। এছাড়া এই ফোনে আছে একটি 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট হচ্ছে 90Hz। এতে আছে অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্যা বক্স অপারেটিং সিস্টেম। Realme 9i 5G এর দুটো ভ্যারিয়েন্ট উপলব্ধ আছে, যা পেয়ার করা আছে সর্বোচ্চ 6GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এর সঙ্গে।

এতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ আছে যার প্রাইমারি ক্যামেরা হল 50 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ক্যামেরা আছে টিয়ারড্রপ নচের মধ্যে। এটি একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা যা ব্যবহার করা যাবে সেলফি তুলতে এবং ভিডিও কলিং এর জন্য। 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি আছে এতে। এই ব্যাটারিতে আছে 18W ফাস্ট চার্জিং এর সুবিধা। এই ফোনের বামদিকে আছে ভলিউম কন্ট্রোল বাটন, আর ডানদিকে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার বাটন। আর এই ফোনের নিচে একটি স্পিকার আছে সঙ্গে 3.5mm এর একটি অডিও জ্যাক আছে। সঙ্গে আছে একটি টাইপ সি USB পোর্ট। এই ফোনটির ওজন হল 187 গ্রাম।

Realme 9i 5g

Realme 9i 5G এর দাম কত?

এই ফোনটির 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হচ্ছে 14,999 টাকা। অন্যদিকে 6 GB এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হচ্ছে 16,999 টাকা। এই ফোনটি আপাতত মেটালিক গোল্ড এবং রকিং ব্ল্যাক রঙে উপলব্ধ আছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo