Price cut: Google Pixel 7 স্মার্টফোনে বাম্পার অফার, সবচেয়ে সস্তায় কেনার সুযোগ

Price cut: Google Pixel 7 স্মার্টফোনে বাম্পার অফার, সবচেয়ে সস্তায় কেনার সুযোগ
HIGHLIGHTS

Google Pixel 7 আসল দাম থেকে সস্তা পাওয়া যাচ্ছে

এই স্মার্টফোনে Google Tensor G2 চিপসেট ব্যবহার করা হয়েছে

লঞ্চের সময় এই পিক্সেল ৭ স্মার্টফোনটি 59,999 টাকায় বাজারে আনা হয়েছিল

Google Pixel 7 আসল দাম থেকে সস্তা পাওয়া যাচ্ছে। গুগলের এই স্মার্টফোন 2022 সালে নম্বরের মাসে লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনে Google Tensor G2 চিপসেট ব্যবহার করা হয়েছে। এখন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। আপনি যদি নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন, তবে এটা সুযোগ।

আসুন দেরি না করে জেনে নেওয়া যাক পিক্সেল ফোনে কত ছাড় দেওয়া হচ্ছে।

Google Pixel 7 স্মার্টফোনের দাম কত

লঞ্চের সময় এই পিক্সেল ৭ স্মার্টফোনটি 59,999 টাকায় বাজারে আনা হয়েছিল। তবে এখন এই স্মার্টফোনটি 10 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: Nothing Phone 3 Leaks: নথিং ফোন ৩ ফোনের ভারতীয় দাম এবং স্পেক্স হল ফাঁস, জানুন আপনার বাজেট ফিট হবে কিনা!

Google Pixel 7 Flipkart Deal
ফ্লিপকার্টে এই ফোনটি 49,999 টাকায় লিস্ট করা হয়েছে

নতুন দামের সাথে গুগল পিক্সেল ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে কেনা যাবে। ফ্লিপকার্টে এই ফোনটি 49,999 টাকায় লিস্ট করা হয়েছে, যা আসল দাম থেকে 10,000 টাকা সস্তা। এই দামে আপনি পিক্সেল ৭ ফোনের 128GB মডেলটি কেনা যাবে।

Pixel 7 স্মার্টফোনে ডিসকাউন্ট

গুগল পিক্সেল 7 স্মার্টফোনে ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। গ্রাহকার আলাদা-আলাদা ব্যাঙ্ক কার্ডে বিভিন্ন অফার পাবেন। এছাড়া, নো-কস্ট EMI অপশনো রয়েছে। আসুন এই স্মার্টফোনের স্পেসিফিকেশন, ক্যামেরা এবং ব্যাটারি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Pixel 7 ফোনে কী স্পেসিফিকেশন রয়েছে

পিক্সেল ৭ স্মার্টফোনে 6.3-ইঞ্চি Full HD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিন প্রটেকশনের জন্য Corning Gorilla Glass 3 দেওয়া হয়েছে।

google pixel 7 available at staggering discount and combo offers
লঞ্চের সময় এই পিক্সেল ৭ স্মার্টফোনটি 59,999 টাকায় বাজারে আনা হয়েছিল

প্রসেসর হিসেবে এই স্মার্টফোনে Tensor G2 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি 8GB RAM সহ পেয়ার করা।

ক্যামেরার কথা বললে, পিক্সেল ৭ ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেন্সর দেওয়া। এতে 50MP এর প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। সেকেন্ডারি হিসেবে এতে 12MP সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 10.5 ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

পাওয়ার দিতে 4270mAh ব্যাটারি ইউনিট সহ আসে। এতে IP68 রেটিং দেওয়া।

আরও পড়ুন: Samsung Galaxy M15 5G Pre-booking: মাত্র 999 টাকায় বুক করুন 6000mAh ব্যাটারি সহ নতুন ৫জি স্মার্টফোন, জানুন কবে হবে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo