Oppo K1 আর Oppo F9 ফোন দুটির স্পেক্সের তুলনা

Oppo K1 আর Oppo F9 ফোন দুটির স্পেক্সের তুলনা
HIGHLIGHTS

আজকে আমরা সবে লঞ্চ হওয়া Oppo K1 য়ের সঙ্গে Oppo F9 ফোনটির তুলনা করব

Oppo K1 ফোনটি এই সময়ে বাজারে অ্যাফর্ডেবেল স্মার্টফোন হিসাবে লঞ্চ করেছে যা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে এসেছে। আর এই ফোনের দাম ভারতে 16,990 টাকা আর এর র‍্যাম 4GB আর স্টোরেজ 64GB। আর অন্য দিকে Oppo F9 ফোনটি প্রায় একই দামে লঞ্চ করা হয়েছে। আর আজকে আমরা এই দুটি ফোনের স্পেক্সের তুলনা করে দেখব।

Oppo K1 ফোনে আপনারা 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন যার রেজিলিউশান 1920×1080 পিক্সাল। আর এই ফোনে ডিউ ড্রপ নচ দেওয়া হয়েছে আর এই ফোনে অনেক বেশি ভিউং এরিয়া আছে। আর অন্য দিকে Oppo F9 ফোনটিতে আপনারা একটি বড় সাইজের 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন যা 2340×1080 পিক্সালের।

আমরা যখন প্রসেসারের কথা বলব তখন বলতে হয় যে Oppo K1 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার পাবেন আর এর র‍্যাম 4GB আর স্টোরেজ 64GB । আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর অন্য দিকে Oppo F9 ফোনে আপনারা মিডিয়াটেক হেলিও P60 চিপসেট পাবেন আর যা 2.0GHz ক্লকের।

আর ক্যামেরা ক্ষেত্রে দুটি স্মার্টফোনেই আপনারা ডুয়াল 16MP+2MP র রেয়ার ক্যামেরা সঙ্গে ফ্রন্টে 25MP র ক্যামেরা পাবেন।

Oppo K1 ভারতে 16,990 টাকায় লঞ্চ হয়েছে আর সেখানে Oppo F9 ফোনটি এই সময়ে ভারতে 15,990 টাকায় পাওয়া যাচ্ছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo