11GB RAM, 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সহ ভারতে এল Nokia এর সস্তা 5G Phone, পকেট ফ্রেন্ডলি দামে ব্যাপক ফিচার

11GB RAM, 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সহ ভারতে এল Nokia এর সস্তা 5G Phone, পকেট ফ্রেন্ডলি দামে ব্যাপক ফিচার
HIGHLIGHTS

Nokia G42 5G-এর স্ট্যান্ডআউট ফিচারের মধ্যে একটি হল ফোনের প্রিমিয়াম লুক

নোকিয়ার লেটেস্ট বাজেট ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করা হয়েছে

নোকিয়া G42 5G ফোনের বিশেষ ফিচার হল তার ব্যাটারি, যা রিপ্লেসেবল অর্থাৎ বদলানো যাবে

স্মার্টফোন মেকর কোম্পানি নোকিয়া তার নতুন মোবাইল Nokia G42 5G লঞ্চ করে দিয়েছে। নোকিয়ার লেটেস্ট বাজেট ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করা হয়েছে। নোকিয়া G42 5G ফোনের বিশেষ ফিচার হল তার ব্যাটারি, যা রিপ্লেসেবল অর্থাৎ বদলানো যাবে। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক লেটেস্ট Nokia G42 5G ফোনের সমস্ত খুটিনাটি…

Nokia G42 5G-এর স্ট্যান্ডআউট ফিচারের মধ্যে একটি হল ফোনের প্রিমিয়াম লুক। নোকিয়ার বাজেট ফোনটি তিনটি কালার অপশনে আনা হয়েছে- পার্পল, গ্রে এবং সম্প্রতি চালু হওয়া পিঙ্ক।

আরও পড়ুন: Upcoming iPhone 15 Series: লঞ্চের আগেই জানুন নতুন আইফোন সিরিজের দাম, কেমন হবে ক্যামেরা, ডিজাইন

Nokia G42 5G ফোনের দাম এবং বিক্রি

নোকিয়ার এই স্মার্টফোনটি 6GB RAM+128GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6GB RAM দেওয়া যা 5GB ভাচুয়াল RAM সাপোর্ট করে। ইউজাররা মোট 11GB RAM পাওয়ার পাবে নোকিয়া G42 5G ফোনে। Nokia G42 5G ফোনটি 12599 টাকায় ভারতে বাজারে কেনা যাবে।

Nokia G42 5G ফোন 15 সেপ্টেম্বর থেকে সেল করা হবে। ফোনটি কোম্পানি অফিসিয়াল সাইট সহ Amazon থেকে কেনা যাবে।

আরও পড়ুন: Realme C51 Sale Today: 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ রিয়েলমির ফোন 9000 টাকার কমে কেনার সুযোগ

Nokia G42 5G ফোনে কী রয়েছে বিশেষ

Nokia G42 5G ফোনে 6.56-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট সহ আসে। ফোনের স্ক্রিনের আস্পেক্ট রেশিও 20:9 দেওয়া।

নোকিয়ার এই মোবাইল ফোনে প্রসেসর হিসেবে কোয়ালকম Snapgragon 480+ অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনে Nokia G42 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া, যার প্রাইমারি সেন্সর 50MP দেওয়া। এর সাথে 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্টে থাকছে 8MP সেলফি সেন্সর।

Nokia এর ক্যামেরাতে নাইট মোড, ডার্ক ভিশন, ট্রাইপড মোড, AI পোর্ট্রেট, HDR, OZO 3D অডিও রেকর্ডিংয়ের মতো ফিচার রয়েছে।

পাওয়ার দিতে Nokia G42 5G ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি 20W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে।  কোম্পানি দাবি করছে যে এই ফোনটি একবার চার্জে 3 দিনের ব্যাকআপ দেয়।

আরও পড়ুন: Binge Watch: চলতি সপ্তাহে OTT Release হয়েছে এই 5 Movie এবং Web Series, আপনি কি দেখেছেন?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo