লঞ্চের আগেই ফাঁস হল 7550mAh ব্যাটারি সহ POCO F7 ফোনের দাম, থাকবে Snapdragon 8s Gen 4 চিপসেট

লঞ্চের আগেই ফাঁস হল 7550mAh ব্যাটারি সহ POCO F7 ফোনের দাম, থাকবে Snapdragon 8s Gen 4 চিপসেট

পোকো ভারতে 24 জুন POCO F7 স্মার্টফোন লঞ্চ করবে। Flipkart সাইটে পোকো এফ৭ স্মার্টফোনের ল্যান্ডিং পেজ নতুন তথ্যের সাথে আপডেট হয়েছে। এছাড়া কোম্পানির তরফে প্রকাশ করা একটি নতুন পোস্টর থেকে ডিভাইসের দাম নিশ্চিত হয়েছে। এখানে আমরা পোকো এফ৭ ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন থেকে দামে সম্পর্কে বলবো।

ভারতে কত হবে Poco F7 ফোনের দাম

দামের কথা বললে, পোস্টরে দেখা যাচ্ছে যে পোকো এফ৭ এর দাম 35,000 টাকার কম হবে। এই দামের সাথে ভারতীয় বাজারে পোকো এফ৭ ফোনের প্রতিযোগিতা iQOO Neo 10 এর সাথে হবে।

আরও পড়ুন: ভারতে এই দিন লঞ্চ হবে Samsung Galaxy M36 5G স্মার্টফোন, AI ফিচার এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ নতুন ফোনের দাম কত হবে?

পোকো এফ৭ ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

Poco F7 smartphone with Snapdragon 8s Gen 4 chip to launch

ফ্লিপকার্ট মাইক্রোসাইট থেকে জানা গেছে যে পোকো এফ৭ ফোনে অক্টাকোর কোয়ালকম Snapdragon 8s Gen 4 চিপসেট হবে। স্টোরেজের কথা বললে, এতে 12GB LPDDR5x RAM এবং 24GB পর্যন্ত টর্বো RAM (ভার্চুয়াল) এবং UFS 4.1 ইনবিল্ট স্টোরেজ হবে। কোম্পানি এতে 6,000mm² হিট ডিসিপেশন ইনিট দিচ্ছে।

পাওয়ার দিতে পোকো এফ৭ ফোনে 90W ফাস্ট চার্জিং সহ 7550mAh এর ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। এটি 22.5W রিভার্স চার্জিংও সাপোর্ট করে। তবে গ্রাহকরা তাদের অন্য ডিভাইস চার্জ করতে এটি পাওয়ারব্যাঙ্কের মতো ব্যবহার করতে পারবেন। বলে দি যে পোকো এফ৭ স্মার্টফোন Redmi Turbo 4 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হবে যা চীনে লঞ্চ করা হয়েছে।

ভারতীয় এডিশনেও পোকো এফ৭ ফোনে 7550mAh ব্যাটারি দেওয়া হবে। আশা করা হচ্ছে যে এটি 50 হাজার থেকে 60 হাজারের দামের মধ্যে আসবে।

আরও পড়ুন: Jio এর ধামাকা রিচার্জ প্ল্যান, মাত্র 209 টাকার খরচে আনলিমিটেড কলিং, প্রতিদিন 1 জিবি ডেটা এবং একগুচ্ছ সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo