ভারতে এই দিন লঞ্চ হবে Samsung Galaxy M36 5G স্মার্টফোন, AI ফিচার এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ নতুন ফোনের দাম কত হবে?

HIGHLIGHTS

Samsung ভারতে Galaxy M36 5G ফোনটি লঞ্চ করতে প্রস্তুত

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ভারতে 27 জুন লঞ্চ হবে

গ্যালাক্সি এম৩৬ ৫জি অ্যামাজন থেকে বিক্রি হবে

ভারতে এই দিন লঞ্চ হবে Samsung Galaxy M36 5G স্মার্টফোন, AI ফিচার এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ নতুন ফোনের দাম কত হবে?

Samsung ভারতে Galaxy M36 5G ফোনটি লঞ্চ করতে প্রস্তুত। অবশেষে কোম্পানি তার আপকামিং বাজেট স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনের লঞ্চ টিজ করেছে। এই ফোন ভারতীয় বাজারে 27 জুন লঞ্চ হবে। স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি স্মার্টফোনটি পিল-শেপের ক্যামেরা আইসল্যান্ড এবং ফ্রন্টে নচ কটআউট সহ প্রকাশ করা হয়েছে।

Amazon লিস্টিং থেকে আপকামিং গ্যালাক্সি এম-সিরিজের ফোনের কিছু তথ্য ফাঁস হয় গেছে। আসুন জেনে নেওয়া যাক কেমন হবে আপকামিং স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনটি।

Samsung Galaxy M36 5G ভারতে কবে হবে লঞ্চ

আপকামিং স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনটি ভারতে 27 জুন দুপুর 12টায় লঞ্চ হবে। লঞ্চের পর নতুন গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনটি অ্যামাজন সাইট থেকে বিক্রি করা হবে।

আরও পড়ুন: Jio এর ধামাকা রিচার্জ প্ল্যান, মাত্র 209 টাকার খরচে আনলিমিটেড কলিং, প্রতিদিন 1 জিবি ডেটা এবং একগুচ্ছ সুবিধা

Samsung Galaxy M36 5G India Launch on June 27

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে কেমন স্পেসিফিকেশন হবে

অ্যামাজন লিস্টিং থেকে জানা গেছে যে স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনটি তিনটি কালার Orange Haze, Velvet Black, এবং Serene Green অপশনে পাওয়া যাবে। ফোনে কর্নিং গরিল্লা গ্লাস ভিকটস প্লাস দেওয়া হবে নিশ্চিত।

গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। এতে OIS সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর অফার করা হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আপকামিং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে একাধিক AI ফিচার, যেমন সার্কেল টু সার্চ, জেমিনি লাইভ এবং ইনস্ট্যান্ট একশন মতো ফিচার থাকবে। পারফরম্যান্সের জন্য গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনটি Exynos 1380 চিপসেটে কাজ করে। এটি Android 15 সহ One UI 7 এবং 6GB RAM সহ পেয়ার করা হবে।

এখন পর্যন্ত আপকামিং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনের দাম সম্পর্কে জানা যায়নি। আশা করা হচ্ছে যে গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনটি আগের মডেল Galaxy M35 5G ফোনের দামের কাছাকাছি আসতে পারে। বলে দি যে গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনটি 20,000 দামে এসেছিল।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ ভারতে আসবে Vivo T4 Lite 5G স্মার্টফোন, লঞ্চের আগেই দাম ফাঁস

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo