Motorola এর ধামাকা, জলে পড়লেও চলবে, 12GB RAM, টপ ক্লাস AI ক্যামেরা সহ Edge 60 Fusion নতুন ফোন করল লঞ্চ

HIGHLIGHTS

Motorola Edge 60 Fusion ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে

মোটোরোলা এজ 60 ফিউশন ফোনের দাম 20,999 টাকা থেকে শুরু হয়েছে

এজ 60 ফিউশন ফোনটি 9 এপ্রিল থেকে শুরু হবে

Motorola এর ধামাকা, জলে পড়লেও চলবে, 12GB RAM, টপ ক্লাস AI ক্যামেরা সহ Edge 60 Fusion নতুন ফোন করল লঞ্চ

Motorola Edge 60 Fusion ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। লেটেস্ট মোটোরোলা এজ 60 ফিউশন ফোনটি কোম্পানির পুরনো ফোন এজ 50 ফিউশন এর আপগ্রেড ভার্সন। লেটেস্ট মোটোরোলা ফোনে কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর, LPDDR4x RAM, মোটো AI ফিচার, MLT 810 STD military-grade মতো ফিচার অফার করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে দাম, স্পেসিফিকেশন এবং ফিচার কী।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 60 Fusion ফোনের ভারতে দাম কত

মোটোরোলা এজ 60 ফিউশন ফোনের দাম 20,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেল কেনা যাবে। পাশাপাশি, 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 22,999 টাকা।

আরও পড়ুন: Ghibli Images Data Privacy: মনের সুখে জিবলি ইমেজ তৈরি করছেন? অজান্তেই কী AI কে নিজেই দিয়ে ফেলছেন আপনার তথ্য

এজ 60 ফিউশন স্মার্টফোনের বিক্রি Flipkart সাইট থেকে এবং অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে 9 এপ্রিল থেকে শুরু হবে।

Motorola Edge 60 Fusion Price Specs

মোটোরোলা এজ 60 ফিউশনের স্পেসিফিকেশন কী রয়েছে

লেটেস্ট মোটোরোলা এজ 60 ফিউশন ফোনটি 6.7-ইঞ্চি AMOLED 1.5K প্যানটোন সহ 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সহ আসে। এটি 4500 নিটস পিক ব্রাইটনেস এবং ওয়াটার টাচ সাপোর্ট করে। ফোনের ডিসপ্লে কর্ণিং গরিল্লা গ্লাস 7i দিয়ে সুপক্ষিত করা।

পারফরম্যান্সের ক্ষেত্রে মোটো এজ 60 ফিউশন ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 চিপসেটে কাজ করে যা 12GB LPDDR4X RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।

পাওয়ার দিতে মোটো ফোনটি 5500mAh এর ব্যাটারি অফার করে যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে স্মার্টফোনের সাথে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 50MP Sony – LYTIA 700C সেন্সর এবং 13MP আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে। ফ্রন্টে সেলফি তোলার জন্য 32MP সেন্সর পাওয়া যাবে। এটি 4K রেকর্ডিং করতে পারে।

স্মার্টফোনের সাথে কোম্পানি IP69/IP68 আন্ডারওয়াটার প্রোটেক্টিং রেটিং দেওয়া হয়েছে। ফোনটি Android 15 অপারেটিং সিস্টামে কাজ করবে।

আরও পড়ুন: 9 এপ্রিল ভারতে লঞ্চ হবে দুটি নতুন Realme 5G ফোন, সস্তা দামে মিলবে গেমিং এবং দুর্দান্ত ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo