Ghibli Images Data Privacy: মনের সুখে জিবলি ইমেজ তৈরি করছেন? অজান্তেই কী AI কে নিজেই দিয়ে ফেলছেন আপনার তথ্য

HIGHLIGHTS

ঘিবলি, জিবলি নাকি গিবলি! সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চারিদিকে শুধু ঘিবলি ইমেজেস এর ছড়াছড়ি

ChatGPT Ghibli Images Data Privacy: কখনো কি ভেবেছেন Ghibli Images আপনার জন্য কতটা সুরক্ষিত

আপনি কি অজান্তেই আপনার এবং পরিবারের মুখ চিনিয়ে দিচ্ছেন 'সাইবার বা ডিজিটাল হ্যাকারদের'?

Ghibli Images Data Privacy: মনের সুখে জিবলি ইমেজ তৈরি করছেন? অজান্তেই কী AI কে নিজেই দিয়ে ফেলছেন আপনার তথ্য

Ghibli Images Data Privacy: ঘিবলি, জিবলি নাকি গিবলি! সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চারিদিকে শুধু ঘিবলি ইমেজেস এর ছড়াছড়ি। প্রায় সব বয়সী, সকলেই মজেছে এই ঘিবলি ইমেজ তৈরি করতে। আগেই বলে দি যে এটি একটি অ্যানিমেটেড ছবি তৈরি করা AI, যা ChatGPT এর মাধ্যমে তৈরি করা হচ্ছে। রাজনীতি থেকে শুরু করে সেলিব্রিটি বা আমজনতা এই জিবলি স্টাইলের ছবিতে মতেছেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এটি তো হল ঘিবলি এর একটি ইন্ট্রো। তবে কখনো কি ভেবেছেন এটি কতটা সুরক্ষিত। আপনি কি অজান্তেই আপনার এবং আপনার পরিবারের মুখ চিনিয়ে দিচ্ছেন ‘সাইবার বা ডিজিটাল হ্যাকারদের’? এই ছবি তৈরি করা AI এর মারফতে নিজেদের গোপন তথ্য শেয়ার করে দিচ্ছেন অনেকেই। কিন্তু এই স্রোতে ভেসে যাননি আবার অনেকে।

আরও পড়ুন: Motorola আজ ভারতে আনছে ভারতের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর সহ স্মার্টফোন

ghibli style ai photo Ghibli Images Data Privacy

Ghibli Images AI এর হাতে আপনার ব্যক্তিগত তথ্য

ডেটা বিশেষজ্ঞদের মতে, আপনার স্মার্টফোনের লক খোলা থেকে শুরু করে ক্যামেরা পারমিশন এবং আপনার ফেশিয়াল ডেটা সমস্ত কিছু ডিজিটাল চোরেদের কাছে পৌঁছে দিচ্ছে এআই। বিশেষজ্ঞরা চিন্তা প্রকাশ করেছেন, ওপেনএআই হয়তো এর মারফতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও প্রশিক্ষিত করে তুলছে। আপনার চেহারার চোখ, নাক, মুখ থেকে শুরু করে প্রতিদটি দাগ পর্যন্ত ক্যাপচার করে।

আপনার ফোনের পাসওয়ার্ড, ব্যাঙ্ক কার্ডের ডিটেল, পিন নম্বর সব কিছু বদেল দেওয়া যেতে পারে। কিন্তু আপনার ফেশিয়াল খুব কম বদল হয়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের দল বলে পরিচিত ‘হিমাচল সাইবার ওয়ারিয়র্স’ সোশ্যাল মিডিয়া X (টুইটার) প্ল্যাটফর্মে জানিয়েছে, ‘আপনার ছবি কোথাও অপব্যবহার বা কারসাজি করা যেতে পারে। এআই আপনার অজান্তেই এটি ভুল জায়গায় ব্যবহার করত পারে। ডেটা ব্রোকাররা বিজ্ঞাপনের জন্য এটি বিক্রি করতে পারে। সাইবার স্মার্ট থাকুন। আপনার প্রাইভেসি গুরুত্বপূর্ণ…’

আরও পড়ুন: 19 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 12, মিলবে পাওয়ারফুল পারফরম্যান্স এবং দুর্ধর্ষ ক্যামেরা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo