ধামাকা অফার! 32MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G ফোনে দেদার ছাড়, জানুন কোথায় পাবেন
Motorola Edge 60 Fusion 5G গত মাসে ভারতে লঞ্চ হয়েছিল
মোটো এজ 60 ফিউশন ফোনে 2000 টাকার ইনস্ট্যান্ট ছাড় অফার করছে
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে
Motorola Edge 60 Fusion 5G গত মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল। আজ 16 মে মোটোরোলা এজ 60 ফিউশন সেলে বিক্রি করা হবে। আজ সেলে মোটো এজ 60 ফিউশন ফোনে 2000 টাকার ইনস্ট্যান্ট ছাড় অফার করছে। 20000 টাকার বাজেটে আসা মোটোরোলা ফোনটি আজ কত টাকা সস্তায় কেনা যাবে আসুন দেখে নেওয়া যাক।
MOTOROLA Edge 60 Fusion 5G ফোনের দাম কত
মোটো এজ 60 ফিউশন ফোনটি ভারতে 22,999 টাকা শুরুর দামে আনা হয়েছে। এই দামে ফোনের 8GB+256GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 12GB+256GB মডেলের দাম 24,999 টাকা। তবে Flipkart সাইটে আজ এই ফোনটি সেল চলাকালীন 20,999 টাকা দামে কেনা যাবে।
আরও পড়ুন: Jio vs Airtel: প্রতিদিন 3 জিবি ডেটা সহ 5G প্ল্যানে জিও নাকি এয়ারটেল কোনটি সেরা?
আসলে গ্রাহকরা Axis Bank Credit Card Non EMI পেমেন্টে 2000 টাকা ছাড় পেতে পারেন এই ফোনে। এছাড়া ফোনটি ক্রেডিট কার্ড ইএমআই পেমেন্টে কিনলে 2500 টাকা সস্তায় কেনা যাবে। যার মানে ছাড়ের পর ফোনটি মাত্র 20,999 টাকা দামে কেনা যেতে পারে।
মোটোরোলা এজ 60 ফিউশন ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে 6.7-ইঞ্চির কোয়াড কার্ভড pOLED স্ক্রিন রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে এটি MediaTek Dimensity 7400 চিপসেটে কাজ করবে। এটি 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 অনবোর্ড স্টোরেজ সহ পেয়ার করা। মোটোরোলা ফোনটি Android 15 ভিত্তিক Hello UI তে চলে। কোম্পানি দাবি করেছে যে এটি তিন বছর পর্যন্ত OS এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া, এতে 50MP Sony LYT700C প্রাইমারি সেন্সর এবং 13MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে 5500mAh ব্যাটারি পাওয়া যাবে যা 68W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: মাত্র 6499 টাকা দামে ভারতে লঞ্চ হল 5000mAh ব্যাটারি, 12GB পর্যন্ত RAM সহ সস্তা স্মার্টফোন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile