মাত্র 6499 টাকা দামে ভারতে লঞ্চ হল 5000mAh ব্যাটারি, 12GB পর্যন্ত RAM সহ সস্তা স্মার্টফোন

HIGHLIGHTS

আইটেল ভারতীয় বাজারে আবারও তার গ্রাহকদের জন্য নতুন সস্তা স্মার্টফোন itel A90 লঞ্চ করেছে

আইটেল এ৯০ ফোনটি 6499 টাকা শুরুর দামে ভারতে আনা হয়েছে

প্রসেসর হিসেবে এই স্মার্টফোনটি অক্টা-কোর T7100 চিপসেটে কাজ করে

মাত্র 6499 টাকা দামে ভারতে লঞ্চ হল 5000mAh ব্যাটারি, 12GB পর্যন্ত RAM সহ সস্তা স্মার্টফোন

আইটেল ভারতীয় বাজারে আবারও তার গ্রাহকদের জন্য নতুন সস্তা স্মার্টফোন itel A90 লঞ্চ করেছে। এই স্মার্টফোনে কোম্পানি 12GB পর্যন্ত RAM, HD+ বড় ডিসপ্লে, 128GB স্টোরেজ এবং 5000mAh ব্যাটারি মতো ফিচার অফার করেছে। আসুন জেনে নেওয়া যাক আইটেল এ৯০ ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

5000mAh ব্যাটারি সহ itel A90 ফোনের দাম কত ভারতে

আইটেল এ৯০ ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এতে 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 6499 টাকা এবং 128GB স্টোরেজ মডেলের দাম 6999 টাকা রাখা হয়েছে। নতুন ফোনটি দুটি কালার Starlit Black এবং Space Titanium অপশনে আসবে।

নতুন আইটেল ফোনটি দেশের সমস্ত রিটেল স্টোর থেকে কেনা যাবে। বিশেষ অফারের আওতায় আইটেল এ৯০ ফোনটি কিনলে গ্রাহকদের 100 দিনের ভিতরে ফ্রি স্ক্রিন রিপলেস্মেন্ট সুবিধা দিচ্ছে।

আরও পড়ুন: 50MP ক্যামেরা সহ Motorola 5G ফোন মাত্র 9999 টাকায় কেনার সুযোগ, জেনে নিন কোথায় মিলবে এই অফার

itel A90 Launched in India with 5000mAh battery

এছাড়া গ্রাহকরা 3 মাসের JioSaavn Pro এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।

আইটেল এ৯০ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লেল কথা বললে, আইটেল এ৯০ ফোনটি 6.6-ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট সহ আসে। এতে অলওয়েজ-অন ডিসপ্লে এবং ডাইনামিক বার মতো সুবিধা পাওয়া যাবে।

প্রসেসর হিসেবে এই স্মার্টফোনটি অক্টা-কোর T7100 চিপসেটে কাজ করে। এতে Android 14 Go Edition অপারেটিং সিস্টাম দেওয়া।

আইটেল এ৯০ ফোনে 4GB RAM সহ 8GB ভার্চুয়াল RAM এর ফিউশন সাপোর্ট পাওয়া যাবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে আইটেল এ৯০ ফোনটি 13MP প্রাইমারি সেন্সর সহ পেয়ার করা। ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে আইটেল এ৯০ ফোনে 5000mAh এর বড় ব্যাটারি দেওয়া যা পুরো দিন চলে যাবে। ফোনের সাথে 10W চার্জের দেওয়া তবে ফোনটি 15W চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Nothing Phone 3 ফোনের দাম লিক, প্রিমিয়াম ফিচার সহ দেবে Galaxy S25+ ফোনকে টেক্কা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo