HIGHLIGHTS
আপনি যদি 10 হাজারের কম দামে দুর্দান্ত ফিচার সহ স্মার্টফোন কিনতে চান তবে Flipkart দিচ্ছে আপনাকে দারুন সুযোগ। এই বাম্পার ডিল Motorola G35 5G ফোনে পাওয়া যাচ্ছে। 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ আসা মোটোরোলা জি35 ফোনটি 9999 টাকায় লিস্ট করা। শুধু তাই নয় ফোনে দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা জি35 ফোনে কী অফার দেওয়া হচ্ছে।
মোটোরোলা জি35 5জি ফোনটি 4GB RAM+128GB স্টোরেজ মডেল সহ 9999 টাকায় ফ্লিপকার্ট সাইটে লিস্ট করা। এছাড়া গ্রাহকরা Flipkart Axis Bank ক্রেডিট কার্ড পেমেন্টে এই ফোনে 5 শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন।
আরও পড়ুন: 50MP ক্যামেরা সহ Vivo 5G ফোনে দেদার ছাড়, 10 হাজার টাকার কমে কেনার সুযোগ
শুধু তাই নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোনে 5600 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে এই ফোনের দাম আরও কমে যাবে।
কোম্পানি এই ফোনে 6.72-ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে দিয়েছে। ফোনে অফার করা এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস লেভল সাপোর্ট করে। ফোনটি 4GB LPDDR4x RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা।
প্রসেসর হিসেবে মোটোরোলা জি35 5জি ফোনটি Unisoc T760 চিপসেটে কাজ করে। ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে এলইডি Flash সহ দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 50MP মেইন ক্যামেরা সহ 8MP আল্ট্রা ওয়াইড লেন্স পাওয়া যাবে। সেলফি তোলার জন্য মোটো ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে মোটোরোলা জি35 5জি ফোনটি 5000mAh ব্যাটারি সাপোর্ট করে যা 18W চার্জিং সহ আসে। ফোনটি Android 15 অপারেটিং সিস্টামে কাজ করে।
আরও পড়ুন: Nothing Phone 3 ফোনের দাম লিক, প্রিমিয়াম ফিচার সহ দেবে Galaxy S25+ ফোনকে টেক্কা
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
Digit.in is one of the most trusted and popular technology media portals in India. At Digit it is our goal to help Indian technology users decide what tech products they should buy. We do this by testing thousands of products in our two test labs in Noida and Mumbai, to arrive at indepth and unbiased buying advice for millions of Indians.