iQOO Special Sale: 25,000 টাকা পর্যন্ত ছাড়ে কিনুন পাওয়ারফুল গেমিং আইকিউ স্মার্টফোন, দেখে নিন লিস্ট

iQOO Special Sale: 25,000 টাকা পর্যন্ত ছাড়ে কিনুন পাওয়ারফুল গেমিং আইকিউ স্মার্টফোন, দেখে নিন লিস্ট
HIGHLIGHTS

4 বছর পুরো হওয়ার উপলক্ষে কোম্পানি ভারতীয় গ্রাহকদের স্পেশাল ডিসকাউন্ট সেল (iQOO Special Sale) এর ঘোষনা করেছে

আইকিউ-র স্পেশাল সেলে আজ অর্থাৎ 9 এপ্রিল থেকে শুরু হচ্ছে

এই সেলে iQoo 11, iQOO Z9, iQOO Z7 Pro এবং iQOO Neo 9 Pro স্মার্টফোনে অফার পাওয়া যাবে

iQOO Special Sale: আইকিউ কোম্পানির ভারতে 4 বছর পুরো হতে চলেছে। 4 বছর পুরো হওয়ার উপলক্ষে কোম্পানি ভারতীয় গ্রাহকদের স্পেশাল ডিসকাউন্ট সেল এর ঘোষনা করেছে। আইকিউর এই সেল 6 দিন পর্যন্ত চলবে।

আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে আইকিউ সেলের সুযোগ নিতে ভুলবেন না। আসুন জেনে নেওয়া যাক আইকিউর কোন কোন ফোনে ডিল পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: Vivo T3x 5G India Price: লঞ্চের আগে চিপসেট, ব্যাটারি এবং ডিজাইন ফাঁস, 15000 টাকার কম হবে দাম

iQOO Special Sale কবে থেকে শুরু

আইকিউ-র স্পেশাল সেলে আজ অর্থাৎ 9 এপ্রিল থেকে শুরু হচ্ছে। সেলটি 14 এপ্রিল পর্যন্ত চলবে। এই স্পেশাল সেলে কোম্পানির লেটেস্ট iQOO 12 ফোনটিও কম দামে বিক্রি করবে।

কোন কোন আইকিই স্মার্টফোনে মিলবে দুর্দান্ত অফার

এই সেলে iQoo 11, iQOO Z9, iQOO Z7 Pro এবং iQOO Neo 9 Pro স্মার্টফোনে অফার পাওয়া যাবে।

সেলে iQOO 12 Anniversary Edition Desert Red মডেলটি গ্রাহকরা 49,999 টাকায় কিনতে পারবেন। তবে এই ফোনের আসল দাম 52,999 টাকা। যার মানে এই ফোনটি 3000 টাকা সস্তায় কেনা যাবে।

বার্ষিক সেলে iQOO 11 স্মার্টফোনে কোম্পানি 25,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে। ছাড়ের পর ফোনটি 41,999 টাকায় কেনা যাবে। তবে ফোনের আসল দাম 64,999 টাকা। এখান থেকে কিনুন

iQOO 12 Anniversary Edition best feature and price
স্পেশাল সেলে কোম্পানির লেটেস্ট iQOO 12 ফোনটিও কম দামে বিক্রি করবে

iQOO Z9 ফোনের কথা বললে, এই ফোনটি 17,999 টাকার শুরু দামে বিক্রি হচ্ছে। ফোনের আসল দাম 19,999 টাকা ছিল। এখান থেকে কিনুন

iQOO Neo 9 Pro স্মার্টফোনটি 35,999 টাকার বদলে 32,999 টাকায় কেনার সুযোগ রয়েছে। এখান থেকে কিনুন

কোথায় পাবেন আইকিউ স্মার্টফোনে অফার

স্মার্টফোনের কেনাকাটায় ভারতীয় গ্রাহকরা অনলাইন শপিং সাইট Amazon এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।

আরও পড়ুন: Price Cut: 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ জনপ্রিয় Redmi স্মার্টফোন হল সস্তা, 8000 টাকার কমে কেনার সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo