Price Cut: 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ জনপ্রিয় Redmi স্মার্টফোন হল সস্তা, 8000 টাকার কমে কেনার সুযোগ

Price Cut: 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ জনপ্রিয় Redmi স্মার্টফোন হল সস্তা, 8000 টাকার কমে কেনার সুযোগ
HIGHLIGHTS

গত বছর লঞ্চ হওয়া, রেডমির জনপ্রিয় Redmi 13C ফোনটি 8,000 টাকার কম দামে কেনার সুযোগ রয়েছে

এই দামে আপনি ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেল কিনতে পারবেন

প্রসেসিংয়ের জন্য স্মার্টফোনে MediaTek Helio G85 চিপসেট অফার করা হয়েছে

আপনি যদি 10 হাজার টাকার কম বাজেটে স্মার্টফোন কিনবেন ভাবছেন, তবে এই খবর আপনার জন্য। কী ভাবছেন? কম বাজেট ফোনের ফিচার কেমন হবে? তবে যদি বলি যে যেই ফোনের কথা বলছি, তাতে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে এতে। আমরা কথা বলছি জনপ্রিয় Redmi 13C স্মার্টফোনের। আসুন তবে দেরি না করে জেনে নেওয়া যাক কী রয়েছে এই ফোনে।

Redmi 13C ডিসকাউন্ট প্রাইস

গত বছর লঞ্চ হওয়া, রেডমির জনপ্রিয় ফোনটি 8,000 টাকার কম দামে কেনার সুযোগ রয়েছে। আসলে, অনলাইন শপিং সাইট Amazon-এ এই ফোনটি ডিসকাউন্টের সাথে কেনা যেতে পারে।

আরও পড়ুন: Price cut: Google Pixel 7 স্মার্টফোনে বাম্পার অফার, সবচেয়ে সস্তায় কেনার সুযোগ

কত দামে কেনা যাবে Redmi 13C

Price cut Redmi 13C
অনলাইন শপিং সাইট Amazon-এ এই ফোনটি ডিসকাউন্টের সাথে কেনা যেতে পারে

আসলে, প্রথমবার এই স্মার্টফোনটি মাত্র 7,699 টাকায় কেনার সুযোগ রয়েছে। এই দামে আপনি ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেল কিনতে পারবেন। রেডমি 13C কিনতে এখান ক্লিক করুন

তবে ফোনটি কেনার আগে ডিভাইসের স্পেসিফিকেশন এবং ফিচার জেনে নেওয়া উচিত।

Redmi13C ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: রেডমি ফোনে 6.74-ইঞ্চি HD+ ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট দেওয়া।

Redmi 13C
প্রথমবার এই স্মার্টফোনটি মাত্র 7,699 টাকায় কেনার সুযোগ রয়েছে

প্রসেসর: প্রসেসিংয়ের জন্য স্মার্টফোনে MediaTek Helio G85 চিপসেট অফার করা হয়েছে।

RAM এবং স্টোরেজ: ফোনটি তিনটি মডেলে কেনা যাবে – 4GB+128GB, 6GB+128GB, 8GB+256GB ।

ক্যামেরা: রেডমির এই ফোনটি 50MP প্রাইমারি সেন্সর, 2MP ম্যাক্রো সেন্সর রিয়ারে দেওয়া। ফ্রন্টে 8MP ক্যামেরা সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে রেডমি 13C স্মার্টফোনে 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জি সাপোর্ট রয়েছে।

অপারেটিং সিস্টাম: রেডমির এই ফোন Android 13 ভিত্তিক MIUI 14 এ কাজ করবে।

আরও পড়ুন: Price Cut: 12GB RAM এবং 50MP ক্যামেরা সহ Motorola এর ওয়াটরপ্রুফ স্মার্টফোন হল ব্যাপক সস্তা!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo