নিশ্চিত! ভারতে 11 মার্চ লঞ্চ হবে iQOO Neo 10R 5G, পাওয়ারফুল প্রসেসর সহ থাকবে 50MP ক্যামেরা
iQOO তার নতুন iQOO Neo 10R 5G ফোন 11 মার্চ ভারতে লঞ্চ হবে
প্রসেসর হিসেবে আপকামিং আইকিউ নিও 10আর ফোনে Snapdragon 8s Gen 3 দিতে চলেছে কোম্পানি
আইকিউ জানিয়েছে যে এই ফোনটি ভারতে 30 হাজার টাকার কম দামে আসবে
iQOO বেশ কয়েকদিন ধরে তার নতুন স্মার্টফোন iQOO Neo 10R 5G কে টিজ করছে। এখন কোম্পানি এই স্মার্টফোনের লঞ্চ তারিফ নিশ্চিত করে দিয়েছে। আইকিউ নিও 10আর ফোন 11 মার্চ বাজারে লঞ্চ হবে। লঞ্চের আগে এই ফোনের ল্যান্ডিং পেজ Amazon সাইটে লাইভ হয় গেছে।
এতে আইকিউ নিও 10আর এর কিছু বিশেষ স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। অ্যামাজন সাইটে লাইভ মাইক্রোসাইট অনুযায়ী ফোন ব্লু-ওয়াইট ডুয়াল টোন ফিনিশন সহ রেজিং ব্লু কালার অপশনে আসবে। প্রসেসর হিসেবে আপকামিং আইকিউ ফোনে Snapdragon 8s Gen 3 দিতে চলেছে কোম্পানি।
আরও পড়ুন: Jio গ্রাহকদের দিল আবারও উপহার, কমিয়ে দিল এই রিচার্জ প্ল্যানের দাম, Airtel BSNL Vi পড়ল চিন্তায়
New Year, Neo Power.#iQOONeo10R #PowerToPlay pic.twitter.com/16V3IBCidK
— Nipun Marya (@nipunmarya) February 4, 2025
কেমন হবে আইকিউ নিও 10আর
আইকিউ এর এই ফোনটি গেমিংয়ের জন্য হবে। এতে কোম্পানি স্টেবল 90fps পারফরম্যান্সের সাথে 2000Hz এর সাথে ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট দিতে চলেছে।
কত দাম হবে iQOO Neo 10R 5G ফোনের
আইকিউ জানিয়েছে যে এই ফোনটি ভারতে 30 হাজার টাকার কম দামে আসবে।
আইকিউ নিও 10আর ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ফোনটি ডাইমেনসিটি 8400 প্রসেসরে কাজ করা POCO X7 Pro ফোনকে টেক্কা দেবে। লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানি এই ফোনে 1.5K রেজোলিউশন সহ ডিসপ্লে অফার করতে পারে। এই ডিসপ্লে 144Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আইকিউ ফোনে অফার করা ব্যাটারি 6400mAh এর হতে পারে।
খবর রয়েছে যে এই ফোন গত মাসে চীনে লঞ্চ হওয়া iQOO Z9 Turbo Endurance Edition এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। যদি এমনটি হয় তবে এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে।
আপকামিং ফোনে কোম্পানি OIS সহ 50MP এর মেইন সেন্সর সহ একটি 8MP এর ডুয়াল ক্যামেরা সেটআপ অফার করছে। আইকিউ ফোনে 16MP সেলফি ক্যামেরা থাকবে। এই ফোন 90W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অপারেটিং সিস্টাম হিসেবে এটি Android 15 ভিত্তিক Funtouch OS 15 এ কাজ করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile