ভারতে ফেব্রুয়ারি মাসেই realme P3 Pro 5G হবে লঞ্চ, গেমিং পারফরম্যান্সের জন্য থাকবে GT Boost technology

ভারতে ফেব্রুয়ারি মাসেই realme P3 Pro 5G হবে লঞ্চ, গেমিং পারফরম্যান্সের জন্য থাকবে GT Boost technology
HIGHLIGHTS

Realme কোম্পানি ভারতে তার P-Series লঞ্চের প্রস্তুতি নিচ্ছে

কোম্পানি নিশ্চিত করেছে যে ফেব্রুয়ারি মাসে Realme P3 Pro 5G ফোন ভারতে লঞ্চ হবে

রিয়েলমি পি3 প্রো 5জি ফোনে BGMI Game খেলার জন্য GT Boost technology থাকবে

সম্প্রতি আসা খবর অনুযায়ী জানা গেছে যে Realme কোম্পানি ভারতে তার P-Series লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের আওতায় Realme P3 Pro 5G ফোন লঞ্চ করা হবে। এবার কোম্পানি নিজেই এই স্মার্টফোনের লঞ্চের ঘোষণা করে দিয়েছে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে এই মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে রিয়েলমি পি3 প্রো 5জি ফোন ভারতে লঞ্চ হবে। কোম্পানি আপকামিং রিয়েলমি ফোনে BGMI Game খেলার জন্য GT Boost technology অফার করবে।

Realme P3 Pro 5G ফোন ভারতে কবে হবে লঞ্চ

কোম্পানির তরফে রিয়েলমি পি3 প্রো ভারতে লঞ্চের ঘোষণা করে দিয়েছে। আপাতত কোম্পানির তরফে স্মার্টফোনের লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি। তবে এটি নিশ্চিত করে দিয়েছে যে পি3 প্রো 5জি ফোনটি এই মাসেই বাজারে আসতে চলেছে। কোম্পানি ওয়েবসাইটে এই ফোনের মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 18 ফেব্রুয়ারি ভারতে আসছে Vivo V50 5G ফোন, নতুন লিকে প্রকাশ হল দাম, স্পেসিফিকেশন

রিয়েলমি পি3 প্রো 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: রিয়েলমি পি3 প্রো 5জি ফোন 6.78-ইঞ্চির বড় স্ক্রিন সহ লঞ্চ হতে পারে। এটি AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট সহ আসতে পারে।

প্রসেসর: রিয়েলমি ফোনটি লেটেস্ট Android 15 অপারেটিং সিস্টামে লঞ্চ হতে পারে। প্রসেসিংয়ের জন্য এতে Snapdragon 7s 3 অক্টাকোর চিপসেট দেওয়া যেতে পারে।

realme P3 Pro 5G

মেমোরি: রিয়েলমি ফোনটি ভারতে 12 জিবি RAM সহ লঞ্চ হতে পারে। বড় ভ্যারিয়্যান্টে 512 জিবি স্টোরেজ থাকতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে এই নতুন রিয়েলমি 5জি ফোনে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এই স্মার্টফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।

ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি পি3 প্রো 5জি ফোনে পাওয়ারফুল 5500mAh ব্যাটারি থাকবে বলে খবর রয়েছে। এছাড়া লিক থেকে জানা গেছে যে এটি 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।

আরও পড়ুন: আর পার পাবে না Jio-Airtel, মাত্র 99 টাকায় BSNL অফার করছে আনলিমিটেড কলিং

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo