Asus Zenfone 4 ফোনটি এই মাসে ওরিওর আপডেট পেতে পারে

HIGHLIGHTS

তাইওয়ানের কোম্পানির অফিসিয়াল ফোরামের একজন মডারেটার জানিয়েছেন যে Zenfone 4 (ZE554KL) এই মাসে ওরিওর আপডেট পেতে পারে

Asus Zenfone 4 ফোনটি এই মাসে ওরিওর আপডেট পেতে পারে

আগস্ট মাসে আসুস জানিয়েছিল যে Zenfone 3 ও Zenfone 4 সিরিজের ওরিও আপডেট পাওয়া যাবে, কোম্পানি এটা জানায়নি যে এটি পেতে কত সময় লাগবে শুধু এই জানিয়েছিল যে এই আপডেটটি সমস্ত ডিভাইসে ২০১৮ সালের দ্বিতীয়াংশের মধ্যে পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এখন আমাদের কাছে খবর আছে যে তাইওয়ানের কোম্পানি অফিসিয়ালি ফোরামের একজন মডারেটার জানিয়েছেন যে Zenfone 4 (ZE554KL) এই মাসে ওরিওর আপডেট পেতে পারে।

Zenfone 4 (ZE554KL) ফোনটিতে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে যার রেজিলিউশান 1080 x 1920 পিক্সাল। এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 630 আছে। এই ফোনের ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক এই ফোনটিতে 12 MP+8 MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে আর এর ফ্রন্টে 8 MP’র ক্যামেরা আছে।

তবে এখনও অব্দি এটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে এই ডিভাইসটি এই আপডেট কবে পাবে। Zenfone 3 এর জন্য খুব তাড়াতাড়ি ওরিওর আপডেট দেওয়া হতে পারে। সম্প্রতি কিছু লিক হওয়া স্ক্রিন শটে ওরিওতে চলা Zenfone 3 এর UI দেখা গেছে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo