Amazon Prime Day Sale: শুরু হল অ্যামাজন প্রাইম ডে সেল, OnePlus, Redmi, Samsung স্মার্টফোন বাম্পার ছাড়

Updated on 23-Jul-2022
HIGHLIGHTS

ভারতে শুরু হল অ্যামাজন প্রাইম ডে সেল 2022

এই সেলটি চলবে আগামী 24 জুলাই অবধি

Redmi OnePlus এর মতো ব্র্যান্ডে থাকবে আকর্ষণীয় ছাড়

Amazon Prime Day Sale 2022 আজ অর্থাৎ 23 জুলাই থেকে শুরু হয় গিয়েছে। এই সেলটি দুদিন ধরে চলবে, অর্থাৎ 24 জুলাই অবধি চলবে অ্যামাজন প্রাইম ডে সেল। এই সেলটিতে স্মার্টফোনের উপর 40% অবধি ছাড় দেওয়া হবে। এছাড়া যদি কোনও ক্রেতা কিছু কেনার সময় State Bank of India অথবা ICICI Bank এর কার্ড ব্যবহার করেন তাহলে তাঁরা অতিরিক্ত 10% ছাড় পাবেন। এছাড়াও বেশ কিছু এক্সচেঞ্জ অফার থাকবে যা গ্রাহকরা অ্যামাজনের সাইটেই দেখতে পাবেন। যদিও এখনও সেলটি শুরু হয়নি তবে তার আগেই এই সেল সম্পর্কে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। বেশ কিছু ডিল সম্পর্কে জানা গিয়েছে এই সেলের। জেনে নিন সেরা 10টি ডিল স্মার্টফোনের উপর।

Samsung Galaxy S20 FE 5G

এই ফোনটি কিনতে হলে 33990 টাকা ব্যয় করতে হবে আপনাকে। কিন্তু সরাসরি কোনও ছাড় দেওয়া হয়নি এই ফোনে। ব্যাংকের কার্ড এবং কুপন থাকলে তবেই এই দামে ফোনটি পাবেন। Qualcomm Snapdragon 865 চিপসেট থাকবে এই ফোনে। বর্তমানে ফোনটি 34990 টাকায় বিক্রি হচ্ছে। এখান থেকে কিনুন

OnePlus 10R

ব্যাংক এবং কুপন অফার সহ এই ফোনটির দাম হবে 33999 টাকা। এই সেলে এই দামেই ফোনটি কিনতে পাওয়া যাবে। বর্তমানে ফোনটি 38,999 টাকায় বিক্রি হচ্ছে। এতে 80W ফাস্ট চার্জিং এর সুবিধা থাকবে। এছাড়া MediaTek Dimensity 8100Max প্রসেসরের সাহায্যে চলবে। এখান থেকে কিনুন

Xiaomi 12 Pro

শাওমি কোম্পানির Flagship ফোন হচ্ছে এটি। 3000 টাকার কুপন কোড মিলিয়ে এই ফোনটি পরবে 59,999 টাকা। এছাড়া আপনার ব্যাংক অফারে (কেনার আগে ব্যাংক অফার চেক করে নেবেন) আপনি 12,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট পেতে পারেন। সব ছাড় মিলিয়ে এই ফোনটি 51,999 টাকা পর্যন্ত কেনা যাবে। এতে 2k AMOLED ডিসপ্লে সহ ট্রিপল ক্যামেরা সেট আপ আছে। প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকছে 50 মেগাপিক্সেলের। ফোনটি চলবে Qualcomm Snapdragon 8 Gen 1  SoC প্রসেসরের সাহায্যে। এই ফোনটির সঙ্গে তিনমাসের ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পাওয়া যেতে পারে বিনামূল্যে। এখান থেকে কিনুন

iQOO Neo 6

ব্যাংকের কার্ড এবং কুপনের অফার সহ এই ফোনটির দাম পড়তে পারে 25,999 টাকা। যদিও এই ফোনটির আসল দাম 29,999 টাকা। এখান থেকে কিনুন

Redmi Note 11 4G

এই ফোনটি পাওয়া যাবে 11,999 টাকায়। যেটার আসল মূল্য হচ্ছে 17,999 টাকা। Redmi এর এই ফোনে থাকবে Snapdragon 680SoC প্রসেসর এবং 5000mAh এর ব্যাটারি। এখান থেকে কিনুন

Samsung Galaxy M13

স্যামসাং গ্যালাক্সি M13 ফোনটি 4000 টাকার ছাড়ের পর কেনা যাবে 13,999 টাকায়। তবে ব্যাংক অফার থাকলে এই ফোন আরও সস্তা পরবে। আর এই ফোনটির আসল দাম হল 17,999 টাকা। এতে আছে 6000mAh ব্যাটারি। পাশাপাশি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এখান থেকে কিনুন

Realme Narzo 50

Amazon Prime Day Sale এ এই ফোনটি কিনতে পারেন মাত্র 11,999 টাকায়। এছাড়া Amazon এই ফোনে 1,250 টাকা কুপনও অফার করছে। পাশাপাশি রয়েছে Bank Offer, যার পর এই ফোনের দাম হয় যাবে আরও কম। এখান থেকে কিনুন

OnePlus Nord CE 2 5G

65w ফাস্ট চার্জিং এর সুবিধা এবং MediaTek Dimensity 900SoC প্রসেসর যুক্ত ফোনটির অ্যামাজন প্রাইম ডে সেলে আপনি কিনতে পারবেন মাত্র 23,999 টাকায়। এতে 64 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এখান থেকে কিনুন

OnePlus Nord CE 2 Lite 5G

এই ফোনটির আসল মূল্য 19999 টাকা। তবে অ্যামাজন সেলে এটি মাত্র 17,499 টাকাতেই কেনা যাবে। এতে থাকছে Qualcomm Snapdragon 695SoC প্রসেসর আছে। পাশাপাশি আছে 30W ফাস্ট চার্জিং এর সুবিধা। এখান থেকে কিনুন

Redmi 10Prime (2022)

এই ফোনটি মাত্র 10,999 টাকায় কেনা যাবে। এছাড়া রয়েছে ব্যাংক অফারও। এতে আছে 6000mAh ব্যাটারি। সঙ্গে আছে 90Hz রিফ্রেশ রেট সহ MediaTek Helio G88 SoC প্রসেসর। এখান থেকে কিনুন

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Connect On :