আজ ফাইনাল এর পরেই রিয়েলটাইম দেখে চাঁদে নামবে বিক্রম

আজ ফাইনাল এর পরেই রিয়েলটাইম দেখে চাঁদে নামবে বিক্রম
HIGHLIGHTS

মঙ্গলবার এটি প্রথম অরবিটের কক্ষপথ থেকে চাঁদের দিকে নিয়ে যাওয়া হয়

আর এর জন্য সময় লেগেছে 4 সেকেন্ড

চন্দ্রযান থেকে আলাদা হওয়ার পরে বিক্রম একটু একটু করে এগিয়ে চলেছে চাঁদের দিকে। মঙ্গলবার এটি প্রথম অরবিটের কক্ষপথ থেকে চাঁদের দিকে নিয়ে যাওয়া হয়। আর এর জন্য এই প্রথম ল্যান্ডারের নিজস্ব ছোট রকেট সিস্টেম ব্যাবহার করা হবে। আর এর জন্য সময় লেগেছে 4 সেকেন্ড। আর এবার আজকে আরও একবার ঠিক একই পদ্ধতিতে পথ বদলাবে বিক্রম। আর এই পথ বদলের পরেই শুরু হবে আসল কাজ যাকে বলে সফট ল্যান্ডিং তার কাজ শুরু হবে সফট ল্যান্ডিংয়ের জন্য তৈরি হবে বিক্রম।

আর এ ই প্রথম কোন মহাকাশযানের সফট ল্যান্ডিং করবে ইসরো। এই মুহূর্তে ল্যান্ডার বিক্রম আছে একটি উপবৃত্তাকার কক্ষপথে। এর আগে রাশিয়া, আমেরিকা আর চিন সফল ভাবে সফট ল্যান্ডিং করছে। আর এবার ভারত যদি তা সফল ভাবে করতে পারে তবে এই এল্টি ক্লাবে প্রবেশ করবে ভারতও। ভারতের এই সফট ল্যান্ডিং বিষয়ে যথেষ্ট আশা বাদি ইসরোর প্রাক্তন প্রধান জি মাদবন নায়ার। তিনি বলেছেন যে , “চাঁদের মাটিতে সফ্‌ট ল্যান্ডিংয়ের দিকে আমরা আরও এক ধাপ এগোলাম। এখনও পর্যন্ত সব ভাল ভাবেই চলছে। আভিযানের প্রতিটি ধাপ ঠিকঠাক ভাবে হয়েছে। যেমন যা হিসেব কষা হয়েছে, সবই নিখুঁত ভাবে কাজ করেছে।’’ 

তবে প্রযুক্তি গত ভাবে এই কাজ যে খুব সহজ না ইসরোর সব বিজ্ঞানীরাই এক কথায় স্বীকার করেছেন। ‘রিয়েল টাইম’ ছবি দেখে হিসাব করে ল্যান্ডারকে নির্দেশ দেওয়া হবে। আর সেই হিসাবে প্তহ পরিবর্তন করবে বিক্রম।

ভারতের প্রথম চদ্রযানের সফল কারিগর মাধবন বলেছেন যে,   ‘‘ফিল্মে যেমনটি দেখা যায়, উড়ন্ত সসার দূর থেকে উড়ে এসে আকাশে এক জায়গায় এসে স্থির হয়ে যায়। তার পরে ধীরে ধীরে নেমে আসে। বিক্রমের ক্ষেত্রেও ঘটবে তেমনটাই।’’
আর সঙ্গে তিনি এও জানা যে, ‘‘আমার মনে হয় না বিশ্বের আর কোনও দেশ এমনটা করেছে। উল্লেখযোগ্য একটা ঘটনা ঘটতে চলেছে। আমার সকলে সেটার দিকেই তাকিয়ে রয়েছি। আমি নিশ্চিত ১০০ শতাংশ সাফল্য আসবে।’’

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo