ব্যাঙ্ক পাসবুক-এর মাধ্যমে আপডেট করা যাবে আধার কার্ড, UIDAI নিয়ে এল নতুন নিয়ম

ব্যাঙ্ক পাসবুক-এর মাধ্যমে আপডেট করা যাবে আধার কার্ড, UIDAI নিয়ে এল নতুন নিয়ম
HIGHLIGHTS

আধার কার্ডে ঠিকানা বদল করার জন্য UIDAI 44 ধরনের ডকুমেন্টকে বৈধ বলে মেনে নেয়

Aadhaar Card বদল করতে ৪৪ রকমের ডকুমেন্টের মধ্য়ে একটি গুরুত্বপূর্ন ডকুমেন্ট হল ব্যাঙ্ক পাসবুক

Bank Passbook ছাড়া ৪৪ টি অন্য ডকুমেন্টের মাধ্যমেও আধারের ঠিকানা আপডেট করতে পারবেন

UIDAI লোকেদের সুবিধা মাথায় রেখে ফের আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল। আধার কার্ডে কোনওরকম বদল বা আপডেশন বা কারেকশনের সুবিধা দিয়ে থাকে ইউআইডিএআই। তবে আধার কার্ডে কোনও সংশোধন করতে গেলে ব্যবহারকারীদের জন্য ভ্যালিড ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক। আধার কার্ডে ঠিকানা বদল করার জন্য UIDAI 44 ধরনের ডকুমেন্টকে বৈধ বলে মেনে নেয়।

আধার কার্ডে (aadhaar card) বদল করতে ৪৪ রকমের ডকুমেন্টের মধ্য়ে একটি গুরুত্বপূর্ন ডকুমেন্ট হল ব্যাঙ্ক পাসবুক। আপনি যদি আপনার আধার কার্ডে বাড়ির ঠিকানা বদল করতে চাইছেন তবে ব্যাঙ্কের পাসবুকের মাধ্যমে এইটা করা সহজ হবে। তবে বলে দি যে ব্যাঙ্ক পাসবুকে আপনার ছবি এবং ব্যাঙ্ক আধিকারিকের স্বাক্ষর থাকলেই এইটা করা সম্ভব হবে।

UIDAI একটি ট্যুইটের মাধ্যমে আধার কার্ড ব্যবহারকারীদের এই বিষয় জানায়ে। UIDAI ট্যুইটে লেখে, ‘আপনিও কী ব্যাঙ্ক পাসবুকের মাধ্যমে আধার কার্ডে ঠিকানা বদল করতে চান ? এরকম হলে সবচেয়ে আগে সুনিশ্চিত করুন যে পাসবুকে আপনার ছবি, ব্যাঙ্কের স্ট্যাম্প ও আধিকারিকের স্বাক্ষর রয়েছে ৷ এই তিনটে জিনিস ছাড়া ব্যাঙ্ক পাসবুক ভ্যালিড ডকুমেন্ট হিসেবে মানা হবে না ৷ পাসবুক ছাড়া ৪৪ টি অন্য ডকুমেন্টের মাধ্যমেও আধারের ঠিকানা আপডেট করতে পারবেন৷’

কোন কোন ডকুমেন্টের মাধ্যমে আপডেট করা যাবে আধার কার্ড:

ব্যাঙ্ক পাসবুক ছাড়াও, ড্রাইভিং লাইসেন্স, টেলিফোন বিল, পাসপোর্ট, রেন্ট এগ্রিমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুক, ইলেক্ট্রিসিটি বিল, জলের বিল, ভোটার আইডি কার্ডের মাধ্যমে আপনি সহজেই আধার কার্ডে ঠিকানা বদলাতে পারবেন। এই বিষয় আরও বিস্তারিত জানতে আপনি UIDAI এর ওয়েবসাইটে যেতে পারেন।

Aadhaar Card-এ বাড়ির ঠিকানা পরিবর্তন কীভাবে করবেন? How to Change Home Address in Aadhar Card

1- প্রথমত, আপনার ভাড়া চুক্তিটি স্ক্যান করুন এবং এর একটি পিডিএফ ফাইল তৈরি করুন। এর জন্য, আপনি Google Play Store-এ গিয়ে কোনও স্ক্যানার (Scanner App) অ্যাপ ব্যবহার করতে পারেন।

2- এখন আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করার জন্য় আপনাকে UIDAI-এর অফিসিয়াল সাইট https://uidai.gov.in/ এ যেতে হবে।

How to Aadhaar Card Update

3- এখানে আপনি 'আমার ভিত্তি' (My Aadhaar) বিকল্পটি দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন। এবার "আধার আপডেট" (Update Your Aadhaar) বিভাগে যান এবং "অনলাইনের মাধ্য়মে আপনার ঠিকানা আপডেট করুন" (Update your address online) বিকল্পে ক্লিক করুন।

How to Aadhaar Crad Update

4- Update your address online অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। এখানে আপনি "Proceed to Update Address" অপশনটি দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।

How to Update aadhaar Card

5- এখানে 12 ডিজিটের আধার নম্বর এবং ভেরিফিকেশনের জন্য় ক্যাপচা ভরুন। এবার Send OTP অপশনে ক্লিক করুন। এটি ক্লিক করার সাথেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বারে একটি OTP আসবে। ওটিপিটা ভরে প্রক্রিয়াটি আগে বাড়ান।

How to Update Aadhaar Card

How to Aadhaar Crad Update

6- বাড়ির ঠিকানা আপডেট করে ডকুমেন্ট বিভাগে আপনার ভাড়া চুক্তির পিডিএফ ফাইল আপলোড করুন।

How to Aadhaar Crad Update

7- তারপরে সাবমিট বাটনে ক্লিক করুন। এবার আপনার নিকটস্থ বিপিও পরিষেবা প্রদানকারী নির্বাচিত করে Request Submit বিকল্পে ক্লিক করুন।

How to Aadhaar Crad Update

8- এবার আপনার কাছে একটি আপডেট রিকোয়েস্ট নম্বর আসবে। এই নম্বরটির সাহায্যে আপনি আপনার আধার আপডেট রিকোয়েস্টের একটি স্বীকৃতি কপি ডাউনলোড বা প্রিন্ট করতে পারেন।

AADHAAR CARD-এ কিভাবে মোবাইল নম্বর বদলাবেন, জেনে নিন সহজ পদ্ধতি

9- এগুলি ছাড়াও, রিকোয়েস্ট সাবমিট করার পরে, আপনার নতুন ঠিকানাটি কয়েক দিনের মধ্যে আপডেট হয়ে যাবে এবং আপনাকে ইমেল বা মোবাইল নম্বরের মাধ্য়মে এটি জানিয়ে দেওয়া হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo