Aadhaar-Voter ID link: ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে করবেন? জেনে নিন এখানে

Aadhaar-Voter ID link: ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে করবেন? জেনে নিন এখানে
HIGHLIGHTS

ভোটার আইডি কার্ডকে আধারের সাথে লিঙ্ক কীভাবে করবেন

কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি বিল The Election Laws (Amendment) Bill, 2021 পাস করেছে

ভোটারকে তার আধার কার্ডের সাথে ভোটার আইডি কার্ড লিঙ্ক করতে হবে

2022 সালের বিধানসভা নির্বাচনের আগে, কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি বিল The Election Laws (Amendment) Bill, 2021 পাস করেছে। এর আওতায়, ভোটারকে তার আধার কার্ডের সাথে ভোটার আইডি কার্ড লিঙ্ক করতে হবে। আগে যেকোনও ব্য়ক্তি গ্রামে বা শহরে থেকে দুটি জায়গা থেকেই তার ভোটার আইডি কার্ড পেতে পারতেন। এমতাবস্থায় একটি নির্বাচনে তিনি দুইবার ভোট দিতে পারতেন। তবে, এখন ভোটার আইডি আধার কার্ডের সঙ্গে যুক্ত হওয়ার পরে, তিনি এটি করতে পারবেন না।

এখানে আমরা ভোটার আইডি কার্ডকে আধারের সাথে লিঙ্ক কীভাবে করবেন সেই সম্পর্কে বলবো। এই প্রক্রিয়াটি বেশ সহজ। আসুন জেনে নেওয়া যাক…

ভোটার আইডি কার্ডের সঙ্গে কীভাবে আধার লিঙ্ক করবেন :

১- ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে, প্রথমে আপনাকে ন্যাশনাল ভোটার পোর্টাল https://voterportal.eci.gov.in/-এর ওয়েবসাইটে যেতে হবে।

২- এর পরে আপনাকে মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ভোটার আইডি কার্ড নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।

৩- এখন আপনার স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে, আপনার রাজ্য, জেলা, নাম, জন্ম তারিখ, পিতার নাম ইত্যাদি ব্যক্তিগত তথ্য ভরতে হবে।

৪- এই প্রক্রিয়াটি করার পরে, পরবর্তী ধাপে সার্চ বাটান ক্লিক করুন। আপনার দেওয়া ডিটেলগুলি সঠিক হলে, তবে স্ক্রিনে দেখা যাবে।

৫- এখন আপনাকে ফিড আধার নম্বর অপশন ক্লিক করতে হবে। আপনি স্ক্রিনের বাঁ দিকে এই বিকল্পটি দেখতে পাবেন।

৬- পরবর্তী ধাপে, আপনাকে আধার কার্ড, আধার নম্বর, ভোটার আইডি নম্বর ইত্যাদির মতো বিবরণ সাবধানে পূরণ করতে হবে।

৭- সমস্ত ডিটেলস সঠিকভাবে ভরার পরে, একবার ক্রস চেক করে নিন। এবার সাবমিট অপশনে ক্লিক করে দিন।

SMS বা কল করে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন কীভাবে :

166 বা 51969 নম্বরে একটি এসএমএস পাঠিয়ে ভোটার আইডির সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করতে পারবেন।

< Voter ID Number > < Aadhaar_Number >

বা

আপনার মোবাইল নম্বর থেকে সোম থেকে শুক্রের মধ্যে 1950 ডায়াল করতে হবে। এবার ভোটার আইডি কার্ড নম্বর এবং আধার কার্ডের তথ্য শেয়ার করতে হবে।

Digit.in
Logo
Digit.in
Logo