BGMI আসছে বাজারে, কিন্তু এটাকে কোন 5 গেম টেক্কা দিতে পারে জানেন? দেখুন তালিকা

BGMI আসছে বাজারে, কিন্তু এটাকে কোন 5 গেম টেক্কা দিতে পারে জানেন? দেখুন তালিকা
HIGHLIGHTS

ভারতে ব্যান উঠল BGMI -এর উপর থেকে

Krafton এই গেমকে আবার দেশে ফেরাচ্ছে

এটাকে টক্কর দেওয়ার জন্য বাজারে প্রস্তুত আছে আরও 5 গেম, দেখুন কী কী

BGMI আবার ফিরতে চলেছে। ব্যাটেল রয়েল ক্যাটাগরি বিভাগে আরও একবার ছড়ি ঘোরানোর জন্য প্রস্তুত হচ্ছে Krafton -এর এই গেম। তবে আপনি কি জানেন এই ক্যাটাগরিতে আরও একাধিক গেম আছে যা অনেকে একসঙ্গে খেলতে পারেন। 

BGMI -এর বিকল্প হিসেবে কোন গেমগুলোকে আপনি বেছে নিতে পারেন দেখুন। 

Call of Duty

এটি অন্যতম সেরা মাল্টিপ্লেয়ার গেম। এটা পিসি গেমিং এরিনাতে দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসছে। এখানে একাধিক মাল্টি প্লেয়ার মোড আছে, যেমন ডমিনেশন, কিল কনফার্ম, ইত্যাদি।

100 প্লেয়ার ব্যাটেল রয়েল এই গেমের মোবাইল ভার্সনেও খেলা যাবে। এটি অ্যান্ড্রয়েড, IOS, iPad -এ উপলব্ধ আছে। অ্যাক্টিভিশন পাবলিশিং এই গেমটির প্রস্তুতকারক। 

Fortnite

এখানে তিনটি আলাদা গেম মোড আছেন 100 জন প্লেয়ার একে অন্যের সঙ্গে লড়াই করে যাতে সেরা কে সেটা বেছে নেওয়া যায়। ফর্টনাইট সেভ দ্যা ওয়ার্ল্ড মানুষী করি সারভাইভাল গেম। আর ফর্টনাইট ক্রিয়েটিভ নিজের দুনিয়া এবং ব্যাটেলগ্রাউন্ড বানানোর জায়গা।

এটা তৈরি করেছে এপিক গেমস। এটি অ্যান্ড্রয়েড, IOS, iPad -এ উপলব্ধ আছে।

আরও পড়ুন: BGMI ফের উপলব্ধ হল ভারতে! ডাউনলোড করা যাবে Google Play Store থেকেই

Pubg New State Mobile

BGMI Alternatives

এটি 2021 সালে লঞ্চ হয়েছিল। এখানে প্লেয়ারদের খুব বুদ্ধি করে অস্ত্র ব্যবহার করতে হয়। ব্যাটেলগ্রাউন্ড অনেক বড়।

এই গেমটির নির্মাতা হল Krafton। এটি অ্যান্ড্রয়েড, IOS, iPad -এ উপলব্ধ আছে।

Modern Combat 5

এটা একটি ফার্স্ট পারসন শুটার গেম। এখানে ব্যাটেলফিল্ড কমব্যাট অভিজ্ঞতা মিলবে। এই গেমে আপনি 10টা ক্লাস বেছে নিতে পারবেন।

আরও পড়ুন: BGMI ফিরছে, শীঘ্রই করা যাবে ডাউনলোড, তার আগে জেনে নিন জরুরি 5 বিষয়

ব্যাটেলফিল্ড গেমের অন্যতম পথপ্রদর্শক গেম হল এটি। Gameloft এটা তৈরি করেছে। এটি অ্যান্ড্রয়েড, IOS, iPad -এ উপলব্ধ আছে।

Dead Effect 2

Dead Effect -এর উত্তরসূরি হল এটা। এটাও একটি ফার্স্ট পারসন শুটিং গেম। কর্পোরেটিভ এবং পিভিপি মাল্টি প্লেয়ার মোড পেয়ে যাবেন এখানে।

এই খেলায় গেমাররা তাঁদের চরিত্রকে তৈরি এবং ট্রেন করতে পারবেন নিজেদের মতো। এটি বানিয়েছে অ্যাপ হোল্ডিংস। এটি অ্যান্ড্রয়েড, IOS, iPad -এ উপলব্ধ আছে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo