Truecaller-এ কীভাবে লিখবেন ফোন করার কারণ, সহজ পদ্ধতিতে জেনে নিন

Truecaller-এ কীভাবে লিখবেন ফোন করার কারণ, সহজ পদ্ধতিতে জেনে নিন
HIGHLIGHTS

Trucaller নিয়ে এসছে নতুন ফিচার Call Reason Feature

অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্যই মূলত এই ফিচার্স নিয়ে হাজির হচ্ছে Truecaller

নতুন আপডেটের সাহায্যে Truecaller ব্যবহারকারীদের ফোনের আগেই বলে দেবে যে কেউ কেন তাদের কল করছে

আপনার স্মার্টফোনে অনর্গল স্প্যাম কল এসেই চলেছে? কোনও কারন ছাড়াই ফালতু কল এসে চলেছে ফোনে। ট্রুকলার এখনও অবধি ইউজারদের জানিয়ে দিতে যে কে ফোন করছে। তবে এখন Trucaller-এর নতুন ফিচারের সাহায্য়ে আপনি এইটা জানতে পারবেন যে কেই কেন ফোন করছেন।

Trucaller-এর নতুন ফিচারটি হল Call Reason Feature। অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্যই মূলত এই ফিচার্স নিয়ে হাজির হচ্ছে Truecaller। তবে চলতি বছরের শেষ দিকেই iOS ইউজারেরাও এই সুবিধা উপভোগ করতে পারবেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

নতুন আপডেটের সাহায্যে Truecaller ব্যবহারকারীদের ফোনের আগেই বলে দেবে যে কেউ কেন তাদের কল করছে এবং এই ফিচারের মাধ্য়েমে জানতে পারবেন যে  আগমনকারী কলটি কতটা গুরুত্বপূর্ণ।

Truecaller debuts Call Reason feature

Truecaller তার ব্লগ পোস্টে লিখেছিলেন, “প্রথমে আমরা পরামর্শ দিয়েছিলাম কে এবং এখন আমরা বলব কেন?

সংস্থাটি আরও জানিয়েছে যে, ২০২১ সালে, Call Reason Feature Truecaller-এর অগ্রাধিকার গ্রাহকগণ গ্রহণ করতে শুরু করবেন এবং যাচাই করা ব্যবসায়গুলি সহজেই গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম হবে।

Truecaller এ কীভাবে Call Reason যুক্ত করবেন?

  • Truecaller app-টি ওপেন করুন এবং সেটিংস অপশনে যেতে হবে।
  • জেনারেলে ক্লিক করে Call Reason ফিচার অন করতে হবে।
  • এইটাতে ক্লিক করে এবং কল করার কারন ভরুন। আপনি এখানে তিনটি কারণ ভরতে পারেন যা আপনি কোনও সময় পরিবর্তন করতে পারবেন।
  • নতুন ফিচারটি এক্টিভ করার পরে আপনি তৈরি। কল শুরু হওয়ার সময় কারন কল অলর্ট এবং কলার আইডির সাথে কারণটি দেখানো হবে।

Digit.in
Logo
Digit.in
Logo