এবার ফেসবুক মেসেঞ্জারেও সম্পূর্ণ নিরাপদে থাকবে মেসেজ,হবে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট

এবার ফেসবুক মেসেঞ্জারেও সম্পূর্ণ নিরাপদে থাকবে মেসেজ,হবে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট
HIGHLIGHTS

এবার শীঘ্রই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করা ব্যবহারকারীদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট রোল আউট বার করতে চলেছে.

হোয়াটসঅ্যাপের পর এবার ফেসবুকেও আসছে E2E এনক্রিপশন৷ এবার আপনার এবং আপনার বিশেষ বন্ধুর কিংবা জরুরি কোনও ব্যক্তির সঙ্গে আপনার আলোচনা থাকতে পারে একদম ব্যক্তিগত৷ আর এই কথোপকথনকে নিরাপদ রাখার দায়িত্ব নিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক৷

আরও দেখুন : নকিয়ার অ্যান্ড্রয়েড P1 স্মার্টফোনে হবে QHD ডিসপ্লে এবং মেটাল বডি

চলতি বছরের গোড়ার দিকেই হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন প্রক্রিয়া চালু করেছে মাদার সংস্থা ফেসবুক৷ আর এবার নিজস্ব মেসেঞ্জার অ্যাপের জন্যও একই ব্যবস্থা আনতে চলেছে সংস্থা৷ জানা গিয়েছে, এই মেসেঞ্জারে ‘সিক্রেট কনভারসেশন’ নামক একটি অপশন চালু করা হয়েছে৷ এই অপশন ব্যবহার করেই ফেসবুক ইউজাররা বিশেষ বার্তাকে নিরাপদ রাখতে সক্ষম হবেন৷ এই ‘সিক্রেট কনভারসেশন’-এ ‘মি’ অপশনে ক্লিক করলেই নিরাপদ হয়ে যাবে গ্রাহকের পাঠানো বার্তা বলে খবর৷ এই পদ্ধতিতে শুধুমাত্র যে ব্যক্তিকে মেসেজ পাঠিয়েছেন তাঁর কাছেই পৌঁছবে বার্তা৷

যদিও এই এনক্রিপশন কেবল একজন ব্যক্তির তরফ থেকে অন্য কোনও ব্যক্তিকে পাঠানো বার্তার ক্ষেত্রেই প্রযোজ্য হবে৷ গ্রুপ মেসেজের ক্ষেত্রে এই এনক্রিপশন চালু করা হবে না বলে জানানো হয়েছে সংস্থার তরফে৷ অ্যান্ড্রয়েড এবং আইফোনে এই পরিষেবা উপভোগ করা যাবে৷

আরও দেখুন : গুগল এর পিক্সেল ফোন হল লঞ্চ, ভারতে দাম হবে Rs. 57,000 থেকে শুরু

আরও দেখুন : এক্সক্লুসিভ: গুগল পিক্সেল, পিক্সেল XL কেবলমাত্র পাওয়া যাবে ফ্লিপ্কার্টে, 13 থেকে হবে প্রি-অর্ডার

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo