NEFT, RTGS বা IMPS পেমেন্ট কি? কি করে টাকা ট্র্যান্সফার করা যায়!

NEFT, RTGS বা IMPS পেমেন্ট কি? কি করে টাকা ট্র্যান্সফার করা যায়!
HIGHLIGHTS

এবার থেকে আপনারা NEFT 24x7 মানে সারা দিনে যে কোন সময়ে আর সপ্তাহে যে কোন দিনে করতে পারবেন

রিজার্ভ ব্যাঙ্ক গ্রাহকদের 16 ডিসেম্বর থেকে সপ্তাহান্তে আর ছুটির দিনে সব NEFT মাধ্যমে টাকা ট্র্যান্সফার করা যাবে বলে জানিয়েছে

আর 2020 সাল থেকে আর ব্যাঙ্ক NEFT র জন্য অনলাইন লেনদেনের জন্য গ্রাহকদের থেকে ট্যাক্স নেবে না

আপনারা যদি ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সঙ্গে পরিচিত থাকেন আর অনলাইন ট্রাঞ্জাকশান করেন তবে আপনাদের জন্য একটি নতুন খবর আছে। এই সময়ে NEFT, RTGS আর IMPS য়ের সুবিধা কম বেশি সবাই নেন আর এর মাধ্যমে টাকা ট্র্যান্সফার করা যায় তবে অনেকেই এই বিষয়ে ডিটেলে জানেন না।

আপনার এবার থেকে আপনাদের ন্যাশানাল ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (NEFT) 24×7 মানে দিনের যে কোন সময়ে সপ্তাহের যে কোন দিনে করতে আপ্রবেন। আর ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বলেছে যে 16 ডিসেম্বর থেকে ইউকএন্ড আর ছুটির দিনেও NEFT র মাধ্যমে টাকা ট্র্যান্সফার করা যাবে। আর এর সঙ্গে নভেম্বর মাসের কেন্দ্রীয় ব্যাঙ্কে জানুয়ারি 2020 সালের NEFT প্রণালী অনলাইন ট্র্যান্সফারের জন্য বাঁচার জন্য ট্যাক্স দিতে হবে না।

এখনও পর্যন্ত অনেক গ্রাহকদের কাছেই MEFT, RTGS আর IMPS মোডের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্র্যান্সফার করা যায়। আর অনেকেই এখনও এই বিষয়ে ডিটেলে জানেন না। আর আজকে আমরা এখানে আপনাদের কে সেই বিষয়ে ডিটেলে জানাব।

NEFT( ন্যাশানাল ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার)

এর মাধ্যমে আপনারা একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কোন সমস্যা ছাড়া সহজে টাকা পাঠাতে পারবেন। আর এই মোডে টাক পাঠানোর কোন লিমিট নেয়। আর আপনারা আপনাদের দরকার অনুসারে ফান্ড ট্র্যান্সফার করতে পারবেন।

RTGS ( রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট)

কোন ব্যাবসায়ী RTGS য়ের ব্যাবহার করার সময়ে কিছু বেশি অ্যামাউন্ট ট্র্যান্সফার করতে পারেবেন। আর অন্য মোডের ক্ষেত্রে RTGS য়ের বেশি ট্রাঞ্জাংশান স্পিডে হয়। আর এই মোডের মাধ্যমে রিয়েলটাইমের মাধ্যমে টাকা অন্য জায়গায় খুব সহজে চলে যায়।

IMPS( ইমিডিয়েট পেমেন্ট পরিষেবা)

IMPS য়ের মাধ্যমেও রিয়েল টাইমে পেমেন্ট পরিষেবা দেখা যাবে, আরফ এই পরিষেবার সব থেকে বড় সুবিধা এই যে এটি 24×7 য়ে করা যায়। আর আপনারা এই পরিষেবা ব্যাঙ্কের ছুটির দিনেও ব্যাবহার করতে পারবেন। আপনারা IMPS য়ের মাধ্যমে 2 লাখ টাকা একবারে ট্র্যান্সফার করতে পারবেন। আর এই পরিষেবার জন্য আপনাদের কাছ থেকে 2.5 টাকা থেকে 15 টাকা চার্জ নেওয়া হয়।

NEFT র মাধ্যমে টাকা ট্র্যান্সফার করুন

  • এর জন্য আপনাদের প্রথমে নিজের নেট ব্যাঙ্কিং পোর্টালে লগ ইন করতে হবে।
  • আর এবার আপনাদের বেনিফিসারি হিসাবে কোন নাম দিতে হবে।
  • আর এবার সেই নাম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টগ টাইপ আর IFSC কোড দিতে হবে।
  • আর এবার অ্যাড নিউ পেয়ি সেকশানে যেতে হবে।
  • আর এবার এখানে আপনি যে অ্যামাউন্ট ট্রান্সফার করতে চান তার জন্য NEFT দিতে হবে আর এক বটনে অ্যামাউন্ট ট্রান্সচার হয়ে যাবে, আর অন্য অ্যাকাউন্টে সেই টাকা যেতে একটু সময় লাগবে।

RTGS য়ের মাধ্যমে এভাবে টাকা ট্র্যান্সফার করুন

  • RTGS য়ের মাধ্যমে টাকা ট্র্যান্সফার করার জন্য আপনাদের ব্যাঙ্কের পোর্টালে লগ ইন করতে হবে।
  • আর এবার আপনারা এর আগে মোডে যা করেছেন তা করতে হবে।
  • আপনাদের বেনিফিসারিতে কোন রেসিপিয়েন্ট বাছতে হবে, আর এর মাধ্যমে RTGS ট্রান্সফার করতে হবে।
  • আর এবার এখানে নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ আর IFSC কোড দিতে হবে।
  • আর এর পরে আপনাদের NEFT র মডে যা করেছিলেন সেই জায়গায় RTGS মোড বাছতে হবে।

কি করে IMPS য়ের মাধ্যমে টাকা ট্র্যান্সফার করবেন?

  • IMPS য়ের মাধ্যমে টাকা ট্র্যান্সফার করার জন্য আপনাদের সবার আগে নিজেদের ব্যাঙ্ক থেকে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা নিতে হবে।
  • আর এর পরে আপনাদের মোবাইল মানি আইডেন্টিফায়ার (MMID) আর MPIN কে ব্যাঙ্কে জেনারেট করতে হবে।
  • এর পরে আপনাদের দেখতে হবে যে বেনিফিসারি আর রেসিপিয়েন্টের কাছে MMID আর MPIN আছে কিনা।
  • আর এর পরে নিজেদের ব্যাঙ্কের পোর্টালে লগ ইন করতে হবে।
  • আর এর পরে IMPS পেমেন্ট মোডে বাছতে হবে।
  • আর এখানে আপনাদের রেসিপিয়েন্টের ফোন নাম্বার, MMID আর অ্যামাউন্ট ট্রান্সফার দিতে হবে আর সঙ্গে নিজের MPIN দিতে হবে।
  • আর এই সবের পরে আপনাদার কনফার্মেসান SMS ট্রাঞ্জাংশা বিষয়ে জানিয়ে দেবে।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo