রান্নার গ্যাসের দাম ক্রমশ উর্ধ্বমুখী। প্রতিনিয়ত বেড়ে চলেছে দাম। হাজার ছুঁই ছুঁই রান্নার গ্যাসের দাম পশ্চিমবঙ্গে বর্তমানে 926 টাকা! কিন্তু নিরুপায় সাধারণ মানুষের খাবার জুটুক না জুটুক রান্নার গ্যাস জোটাতে তারা বাধ্য। এখন প্রশ্ন হচ্ছে গ্যাসের দাম কবে কমবে? আদেও কী কমবে? এর উত্তর কেউই জানেনা। তবে একটি উপায় আছে, যা জানা থাকলে আপনি আপনার সেভিংসের অন্তত 50 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন গ্যাস সিইলিন্ডার কিনতে গিয়ে।
Survey
✅ Thank you for completing the survey!
বর্তমানে Pocket App নামক একটি অ্যাপ বেড়িয়েছে। যেটি ইন্সটল করে আপনি যদি গ্যাস বুক করেন তাহলে আপনি পেতে পারেন 50 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যা এই পকেট অ্যাপের ওয়ালেটে ডিরেক্ট অ্যাড হয়ে যাবে।
বর্তমানে জিনিষপত্রের দাম যে রেটে বাড়ছে তাতে 50 টাকা সেভ হওয়াও অনেক বড় ব্যাপার। আপনিও যদি এই ছোট্ট সেভিংসটি করতে চান তাহলে এখনই গ্যাস বুক করুন পকেট অ্যাপ থেকে।