Itel P55 5G vs POCO M6 Pro 5G features: সবচেয়ে সস্তা 5G ফোনে কোনটা সেরা? এক নজরে দাম-ফিচার জানুন

Itel P55 5G vs POCO M6 Pro 5G features: সবচেয়ে সস্তা 5G ফোনে কোনটা সেরা? এক নজরে দাম-ফিচার জানুন
HIGHLIGHTS

সম্প্রতি ভারতের সবচেয়ে সস্তা 5G Smartphone Itel P55 5G লঞ্চ করেছে

Itel P55 5G vs POCO M6 Pro 5G দুটি 5G ফোনে কী পার্থক্য

Itel P55 5G এবং POCO M6 Pro 5G দুটি ফোনের দাম প্রায় একই। Cheapest 5G Smartphone Under 10000 এর মধ্যে।

Itel মোবাইল কোম্পানি সম্প্রতি ভারতের সবচেয়ে সস্তা 5G Smartphone Itel P55 5G লঞ্চ করেছে। এই ফোনটি 10 হাজার টাকারও কম দামে বাজারে আনা হয়েছে। ফোনে Mediatek dimensity 6080 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনের প্রতিযোগিতায় ভারতীয় বাজারে রয়েছে Poco M6 Pro 5G, যা কয়েক মাস আগেই লঞ্চ হয়েছে। Itel ফোনের আগে ভারতীয় বাজারে Poco M6 Pro 5G ফোনটি Cheapest 5G Smartphone Under 10000 এর মধ্যে ছিল।

Itel P55 5G এবং POCO M6 Pro 5G দুটি ফোনের দাম প্রায় একই। এই ফোনের সাথেও দুর্দান্ত স্পেসিফিকেশন অফার করা হয়েছে। আপনি যদি কম দামে 5G ফোন কিনতে চাইছেন, তবে এই খবর আপনার কাজে আসতে পারে। এই খবরে আমরা দুটি ফোনের সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বলবো। আসুন জেনে নেওয়া যাক কী পার্থক্য দুটি 5G ফোনে।

আরও পড়ুন: India’s Most Affordable 5G phone: 10000 টাকার কমে 50MP ক্যামেরা সহ Itel ফোন লঞ্চ

Itel P55 5G vs POCO M6 Pro 5G : ডিসপ্লে

Itel P55 5G ফোনে একটি 6.6-ইঞ্চি HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz রয়েছে।

Poco M6 Pro 5G ফোনেও 90Hz এর সাথে 6.79-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে।

Itel P55 5G vs POCO M6 Pro 5G: প্রসেসর এবং স্টোরেজ

আইটেল ফোনে পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity 6080 প্রসেসর দেওয়া। ফোনে 8GB RAM সহ 128 স্টোরেজ দেওয়া হয়েছে।

itel P55 5G discount price on amazon
Itel P55 5G Features

পাশাপাশি, POCO M6 Pro 5G ফোনে Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া ফোনে 6GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

Itel P55 5G vs POCO M6 Pro: ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Itel P55 5G ফোনে 50MP প্রাইমারি সেন্সর সহ AI লেন্স অফার করা হয়েছে। সেলফি জন্য থাকছে 8MP A ফ্রন্ট ক্যামেরা।

Poco M6 Pro 5G ফোনের কথা বললে, এতে 50MP প্রাইমারি লেন্স এবং 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। এই ফোনেও সেলফি ক্যামেরা হিসেবে 8MP সেন্সর সাপোর্ট রয়েছে।

POCO M6 Pro 5G Smartphone under 10K segament
POCO M6 Pro Specifications

Itel P55 5G vs Poco M6 Pro: ব্যাটারি

পাওয়ার দিতে Itel P55 5G ফোনে 5000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। ফোনের সাথে USB Type-C পোর্ট পাওয়া যাবে।

Poco M6 Pro 5G ফোনের কথা বললে এতে 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং পাওয়া যায়। ফোনের বক্সে 22.5W এর চার্জর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Xiaomi 14 Pro Camera ডিটেল লঞ্চের আগেই ফাঁস, জানুন কবে হবে Launch । TECH NEWS

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo