ঘর চটপট ঠান্ডা করা, এসি চালিয়েও কম বিদ্যুতের বিল আনার 10 সহজ টিপস দেখুন ঝটপট!

ঘর চটপট ঠান্ডা করা, এসি চালিয়েও কম বিদ্যুতের বিল আনার 10 সহজ টিপস দেখুন ঝটপট!
HIGHLIGHTS

এই গরমে ঘর দ্রুত ঠান্ডা করতে চাইলে বা বিদ্যুতের বিল কমাতে চাইলে মানুন এইগুলো

রেগুলার সার্ভিসিং করানো প্রয়োজন

এসির ফিল্টার অবশ্যই পরিষ্কার করুন

এপ্রিল, থুড়ি মার্চের শেষ থেকে শুরু হয়েছে সূর্যের চোখ রাঙানি। একাধিক জায়গায় পারদ 45 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। এমন হাঁসফাঁস করা গরমে দুদণ্ড এসি অফ করার উপায় নেই।

বাইরে বেরোলেই গায়ে ছ্যাঁকা লাগছে। আর সারাদিন এসি চালানোর পর মাস শেষে বিল দেখে! অনেক সময় মনে হচ্ছে যেন এসি চলেও ঘর ঠান্ডা হচ্ছে না।

এমন অবস্থায় কী করবেন ভেবে ভেবে হয়রান। দেখুন কোন উপায়ে ঘর চটপট ঠান্ডা করবেন, একই সঙ্গে বিলের দাম কমাবেন। 

ঘর দ্রুত ঠান্ডা করা এবং বিল কমানোর 10 টিপস

সঠিক তাপমাত্রা

অনেকেই মনে করেন এসির তাপমাত্রা একদম কমে দিয়ে দিলে বুঝি দ্রুত ঘর ঠান্ডা হবে। কিন্তু এটা ভ্রান্ত ধারণা। ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি অনুযায়ী 24 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে মানব দেহের জন্য আদর্শ। তাই আপনি যদি আপনার এসির তাপমাত্রা 24 ডিগ্রি রাখেন সেটা যেমন ঘরকে আরামদায়ক রাখে তেমনই মেশিনের উপর থেকে লোড কমায়। 

নিয়মিত এসি সার্ভিসিং

নিয়মিত এসি সার্ভিসিং করলে মেশিনের কার্যক্ষমতা বাড়ে, একই সঙ্গে অনেকটা টাকা খরচ করার ঝক্কি কমায়। গরম পড়ার আগেই ভালো করে এসি সার্ভিসিং করানো উচিত। 

এসি ফিল্টার পরিষ্কার করুন

নিয়মিত এসি ফিল্টার পরিষ্কার করুন। ফিল্টারে ময়লা জমে গেলে চট করে ঘর ঠান্ডা হতে চায় না। প্রতি মাসে এই কাজ করা উচিত। নইলে যেমন ঘর ঠান্ডা হবে না, তেমনই বাড়বে বিদ্যুতের খরচ।

ফিল্টারের সঙ্গে কনডেন্সারকেও পরিষ্কার করা উচিত। 

আরও পড়ুন: 3 স্টার AC কিনবেন নাকি 5 স্টার? দুটোর মধ্যে ফারাক কী? জানুন কোনটায় বাঁচে বিদ্যুৎ

যেখান থেকে হাওয়া লিক করতে পারে সেগুলো বন্ধ করুন

এসির এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যেখান থেকে হাওয়া লিক করার সম্ভাবনা আছে সেই জায়গাগুলোকে বন্ধ করুন। 

সিলিং ফ্যান চালান

এসির সঙ্গে সিলিং ফ্যান চালিয়ে রাখুন এতে সার্কুলেশনে সাহায্য হয় এবং দ্রুত ঘর ঠান্ডা হয়। মডারেট স্পিডে যদি ফ্যান চলে সেটা ঘরকে দ্রুত ঠান্ডা করে দেয়। 

এসি মোড

আজকালকার এসিতে বিভিন্ন ধরনের মোড থাকে, যেমন 80%, 60%, 25% ক্যাপাসিটির। এটা পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন যাতে মাস শেষে আপনার পকেটের উপর বিশেষ চাপ না পড়ে। এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করুন নিজেই দেখুন কোনটা সেরা আপনার ঘরের জন্য। 

10 simple tips to help your ac cool faster

টাইমার অন রাখুন

প্রতিটা এসিতে বিল্ট ইন টাইমার থাকে। ঘুমাতে যাওয়ার আগে টাইমার সেট করে ঘুমান। এতে সারারাত যেমন এসি চলবে না অকারণ, ঘর ঠান্ডা থাকবে আবার একই সঙ্গে বিদ্যুতের খরচ কমাবে। 

প্রোগ্রামেবল থার্মোস্ট্যাট

প্রোগ্রামেবল থার্মোস্ট্যাট ব্যবহার করুন এর সাহায্যে বিভিন্ন ধরনের তাপমাত্রা সেট করা যায় দিনের বিভিন্ন সময়ে। 

আরও পড়ুন: গরম এসেই গেল, AC বাজেটের বাইরে? ঘর ঠাণ্ডা রাখতে কিনুন 10,000 টাকার মধ্যে রুম কুলার

এসি আপগ্রেড করুন

যদি আপনার এসি অনেক পুরনো হয়, তেমন ভাবে আর কাজ না করে তাহলে সেটাকে এবার পাল্টে ফেলুন। আজকালকার এসিগুলো কিন্তু বেশি বিদ্যুতের বিল বাঁচায়। 4-5 রেটিং আছে এমন এসি কিনুন। 

দরকার না লাগল এসি বন্ধ রাখুন

যখন ঘরে থাকবেন না, ঘর ঠান্ডা হয়ে গেলে বা সহজ ভাষায় বলতে গেলে প্রয়োজন না হলে এসি বন্ধ রাখুন। এতে বিল কম আসবে। কেবল রিমোট দিয়ে নয়, মেইন সুইচ দিয়েই একেবারে অফ করে দিন কোনও অকারণ বিদ্যুৎ খরচ আটকানোর জন্য।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo