12GB RAM এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সহ iQoo Neo 5 SE এবং iQoo Neo 5S লঞ্চ, কম দামে চমৎকার ফিচার

12GB RAM এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সহ iQoo Neo 5 SE এবং iQoo Neo 5S লঞ্চ, কম দামে চমৎকার ফিচার
HIGHLIGHTS

iQoo Neo 5S এবং iQoo Neo 5 SE দুটি স্মার্টফোনেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে

iQoo Neo 5S এর 8GB RAM সহ 128GB স্টোরেজের দাম 2,699 চাইনিজ ইউয়ান অর্থাৎ প্রায় 32,100 টাকা

ফোনে 12GB পর্যন্ত RAM রয়েছে এবং ফাস্ট চার্জিং সাপোর্ট করে

iQOO তার দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQoo Neo 5S এবং iQoo Neo 5 SE লঞ্চ করেছে। দুটি ফোনই আপাতত চিনের মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই দুটি স্মার্টফোনেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়াও হাই রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে রয়েছে। ফোনে 12GB পর্যন্ত RAM রয়েছে এবং ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

iQoo Neo 5S এবং iQoo Neo 5 SE দাম

iQoo Neo 5S এর 8GB RAM সহ 128GB স্টোরেজের দাম 2,699 চাইনিজ ইউয়ান অর্থাৎ প্রায় 32,100 টাকা। এছাড়া, 8GB RAM সহ 256GB স্টোরেজের দাম 2,899 ইউয়ান অর্থাৎ প্রায় 34,500 টাকা এবং টপ মডেল অর্থাৎ 12GB RAM সহ 256GB স্টোরেজের দাম 3,199 ইউয়ান অর্থাৎ প্রায় 38,000 টাকা। iQoo Neo 5 SE এর প্রারম্ভিক দাম 2,199 ইউয়ান অর্থাৎ প্রায় 26,100 টাকা।

iQoo Neo 5S এর স্পেসিফিকেশন

iQoo Neo 5S এ রয়েছে Android 12 ভিত্তিক OriginOS Ocean। এতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.56-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনে ভিডিও দেখার জন্য আলাদা চিপ দেওয়া হয়েছে। ফোনে Snapdragon 888 প্রসেসর, 12 GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে।

ক্যামেরার কথা বলতে গেলে, তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রাইমারি লেন্স 48-মেগাপিক্সেল Sony IMX598 সেন্সর। এর সাথে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)। দ্বিতীয় লেন্সটি 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো। ফ্রন্টে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

iQoo Neo 5S ফোনে 4500mAh এর ব্যাটারি রয়েছে যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে 5G, 4G LTE, Bluetooth v5.1 এবং USB Type-C।

iQoo Neo 5 SE স্পেসিফিকেশন

iQoo Neo 5S-এর মতো, iQoo Neo 5 SE Android 12 ভিত্তিক OriginOS Ocean-এ চলে। এতে 144Hz রিফ্রেশ রেট সহ একটি 6.3-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। ফোনে Snapdragon 870 প্রসেসর, 12 GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256 GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে।

ক্যামেরা সম্পর্কে কথা বলতে গেলে, তিনটি পিছনের ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রাথমিক লেন্সটি 50-মেগাপিক্সেল Sony IMX598 সেন্সর। দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো। ফ্রন্টে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

iQoo Neo 5 SE ফোনে 4500mAh ব্যাটারি দেওয়া যা 55W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে 5G, 4G LTE, Bluetooth v5.1 এবং USB Type-C।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo