Redmi Note 11T 5G Launch: দুর্দান্ত ফিচার সহ আগামী সপ্তাহে হবে লঞ্চ, জানুন

Redmi Note 11T 5G Launch: দুর্দান্ত ফিচার সহ আগামী সপ্তাহে হবে লঞ্চ, জানুন
HIGHLIGHTS

Redmi Note 11T 5G আগামী সপ্তাহে হবে লঞ্চ

Redmi ইন্ডিয়া Jio-র সাথে মিলে Redmi Note 11T স্মার্টফোনের জন্য 5G ট্রায়াল করছে

Redmi এই ডিভাইসে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারির সাথে অফার করতে পারে

Redmi Note 11T 5G লঞ্চ আগামী সপ্তাহে, 30 নভেম্বর লঞ্চ হতে চলেছে৷ এই দুর্দান্ত স্মার্টফোন যা 6nm MediaTek ডাইমেনশন চিপসেট, ডুয়াল 5G এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে বাজারে। এই ফিচারগুলি সম্পর্কে জানিয়েছে Xiaomi ইন্ডিয়ার গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন নিজেই। আপনি যদি এই স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে লঞ্চ করার আগে আপনাকে এর ফিচারগুলি জেনে নেওয়া উচিত যা এই ফোনকে বিশেষ করে তোলে।

বলে দি যে Redmi ইন্ডিয়া Jio-র সাথে মিলে Redmi Note 11T স্মার্টফোনের জন্য 5G ট্রায়াল করছে। এই ল্যাব ট্রায়াল থেকে এটি প্রকাশ হয়েছে যে 5G নেটওয়ার্ক থেকে ইউজারদের সেরা অভিজ্ঞতা পাবেন।

এমন আশা করা হচ্ছে যে Redmi Note 11T 5G গত মাসে চীনে লঞ্চ হওয়া Redmi Note 11-এর একটি রিব্যাজড ভার্সন হতে পারে। Redmi Note 11T 5G Dimensity 810 চিপসেটের সাথে আসতে পারে। এতে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া যেতে পারে। Redmi এই ডিভাইসে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারির সাথে অফার করতে পারে।

দাম সম্পর্কে কথা বললে, Redmi Note 11T 5G ফোন 16,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা যেতে পারে। তবে লঞ্চের পরই এর দাম জানা যাবে।

এছাড়া Redmi Note 11T 5G-তে একটি 6.6-ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। এর রিফ্রেশ রেট 90Hz হবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনের বেস ভ্যারিয়্যান্টে 6GB RAM এবং 64GB স্টোরেজ অপশন দেওয়া যেতে পারে, মিড-ভ্যারিয়্যান্টে 6GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া যেতে পারে এবং টপ-ভেরিয়েন্টে 8GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া যেতে পারে।

Redmi Note 11T 5G একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে যেখানে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা হবে। এতে সেলফির জন্য এতে 16-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া যেতে পারে। Redmi Note 11T 5G ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট হবে যা 5000mAh ব্যাটারি ফাস্ট চার্জ করবে। Redmi Note 11T 5G ভারতে 30 নভেম্বর লঞ্চ হতে চলেছে। ভারতীয় সময় দুপুর 12টায় এই ফোন লঞ্চ করা হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo