বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5 বেস্ট স্মার্টফোন, দাম 30,000 টাকার কম

বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5 বেস্ট স্মার্টফোন, দাম 30,000 টাকার কম
HIGHLIGHTS

30,000 টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনের লিস্ট

সেরা স্মার্টফোনে থাকছে ফাস্ট চার্জিং সাপোর্ট

আসছে উন্নত মানের ক্যামেরা স্পেসিফিকেশনের সাথে

আজকাল স্মার্টফোন কেনার সময় আমরা সবচাইতে বেশি যে দিকে নজর দিই, তা হল ব্যাটারি স্পেসিফিকেশন। এখন বেশিরভাগ ব্র্যান্ডের মিড বাজেট হ্যান্ডসেট আসছে 4,000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে । তবে চাইনিজ স্মার্টফোন মেকার কোম্পানিগুলি মিড বাজেটের ফোনগুলিতে নিয়ে আসছে 33W ফাস্ট চার্জের ফিচার। OnePlus Nord 2 মোবাইলে রয়েছে 65W ফাস্ট চার্জের সাপোর্ট, যেখানে মাত্র 30 মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ। তাই আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি টেক মার্কেটে হাজির 30,000 টাকা বাজেটের মধ্যে সেরা ফাস্ট চার্জের সাপোর্ট রয়েছে এমন স্মার্টফোনের খোঁজ, দেখে নিন লিস্ট-

Xiaomi Mi 11X 5G (দাম- 27,999 টাকা)

Xiaomi Mi 11X স্মার্টফোনে রয়েছে 6.67 ইঞ্চির ফুল হাই ডেফিনেশন প্লাস E4 অ্যামোলয়েড ডিসপ্লে। এই ফোনের স্ক্রিনের রিফ্রেশ রেট রয়েছে 120Hz । ডিসপ্লের টাচ স্যাম্পেলিং রেট 360Hz এবং পিক ব্রাইটনেস 1,300 নিট। এই হ্যান্ডসেট কাজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 চিপসেটে। ডিভাইস আসছে ট্রিপল ব্যাক ক্যামেরা সেটআপের সঙ্গে। প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 48MP ক্যামেরা। এই মোবাইল আসছে 4,250 mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জ সাপোর্টের সাথে।

OnePlus Nord 2 5G ( দাম- 29,999 টাকা)

OnePlus ব্র্যান্ড তাদের Nord 2 মডেলে প্রথমবারের জন্য ব্যবহার করেছে মিডিয়াটেক চিপসেট। এই হ্যান্ডসেট আসছে মিডিয়াটেক Dimensity 1200 AI প্রসেসরের সাথে। ডিসপ্লে স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলয়েড স্ক্রিন। রিফ্রেশ রেট রয়েছে 90Hz । এই ফোন আসছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে। যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50MP শুটার। এছাড়া রয়েছে 65T ওয়্যারপ চার্জের সাপোর্ট সমেত 4500mAh ব্যাটারি। এই ফোনে মাত্র 30 মিনিটেই হবে ফুল চার্জ।

Poco F3 GT 5G (দাম- 28,999 টাকা)

গেমিং স্মার্টফোন হিসেবে Poco F3 GT 5G বেশ জনপ্রিয়। এই হ্যান্ডসেট কাজ করবে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 SoC চিপসেটে। স্টোরেজ হিসেবে রয়েছে 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল। এই ফোনের সামনের দিকে রয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলয়েড স্ক্রিন। ডিসপ্লে রিফ্রেশ রেট রয়েছে 120Hz এবং টাচ স্যাম্পেল রেট রয়েছে 480Hz । এই ফোন আসছে 64MP প্রাইমারি ক্যামেরার সাথে। এছাড়া রয়েছে 5,065 mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জের সাপোর্ট।

Realme X7 Max 5G (দাম – 27,999 টাকা)

Realme X7 Max 5G হ্যান্ডসেট আসছে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলয়েড ডিসপ্লের সাথে। এই ফোনের পিক্সেল রেজোলিউশন রয়েছে 2400X1080 পিক্সেল। স্ক্রিনের রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পেল রেট 360Hz । এই মোবাইলের পিছনের দিকে রয়েছে 64 MP প্রাইমারি ক্যামেরা। কাজ করবে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 চিপসেটে। আসছে 4,500 mAh ব্যাটারি এবং 50W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে।

Samsung Galaxy M52 5G (দাম- 29,999 টাকা)

এই Samsung Galaxy M52 5G স্মার্টফোন কাজ করবে স্ন্যাপড্রাগন 778 চিপসেটে। ডিসপ্লে স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 6. 67 ইঞ্চির ফুল হাই ডেফিনেশন প্লাস অ্যামোলয়েড স্ক্রিন। ফোনের ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই মোবাইল আসছে 5,000 mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo