Xiaomi ভারতে বন্ধ করল Redmi Note 10 সিরিজের জনপ্রিয় এই দুটি ফোন, জানুন

Xiaomi ভারতে বন্ধ করল Redmi Note 10 সিরিজের জনপ্রিয় এই দুটি ফোন, জানুন
HIGHLIGHTS

Redmi Note 10 Pro Max ফোনের 6 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট বন্ধ করে দিয়েছে

Redmi Note 10 Pro ফোনের 6 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট বন্ধ করল শাওমি

Redmi 10 ফোন লঞ্চ হওয়ার ঠিক আগে কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে

Xiaomi ভারতীয় বাজারে Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max ফোনের 6 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট বন্ধ করে দিয়েছে। এই দুটি ফোনের বেস অর্থাৎ 6 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টটি কোম্পানির ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, Amazon থেকেও এই দুটি মডেল সরিয়ে দেওয়া হয়েছে। বলে দি যে সংস্থা Redmi 10 ফোন লঞ্চ হওয়ার ঠিক আগে কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। রেডমি 10 শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে, যদিও এই মুহূর্তে লঞ্চের তারিখ সম্পর্কে কোন তথ্য নেই।

Redmi Note 10 Pro Max বর্তমানে 6 জিবি RAM ও 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি RAM ও 128 জিবি স্টোরেজে লিস্টেড রয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 19,999 এবং 21,999 টাকা। ফোনটি ডার্ক নাইট, গ্লাসিয়াল ব্লু এবং ভিনটেজ ব্রোঞ্জ রঙে কেনা যাবে।

পাশাপাশিই, Redmi Note 10 Pro এর 6 জিবি + 128 জিবি এবং 8 জিবি + 128 জিবি মডেলগুলি যথাক্রমে 17,999 এবং 18,999 টাকায় লিস্ট করা হয়েছে। এই ফোনটি ডার্ক নাইট, গ্লাসিয়াল ব্লু এবং ভিনটেজ ব্রোঞ্জ রঙেও কেনা যায়, যদিও এই দুটি ফোনের বেস মডেল বন্ধ করার বিষয়ে শাওমি এখনও পর্যন্ত কোন অফিসিয়াল তথ্য দেয়নি।

Redmi note 10 pro discountinued

Redmi Note 10 Pro স্পেসিফিকেশন

Redmi Note 10 Pro-তে 6.67-ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080 পিক্সেল, পাঞ্চহোল এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে। প্রসেসরের কথা বললে Redmi Note 10 Pro ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর দেওয়া হয়েছে। স্টোরেজ নিয়ে যদি কথা বলি তবে এই স্মার্টফোনে সর্বাধিক 8 জিবি র‌্যাম এবং সর্বাধিক 128 জিবি স্টোরেজ রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

এই স্মার্টফোনের রিয়ারে 64 মেগাপিক্সেল মেন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেল মাইক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। ফ্রন্ট ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনে 16-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে কথা বললে, রেডমি নোট 10 প্রো-তে 5020mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo