50W ফাস্ট চার্জিং ফিচার সহ Realme X7 Max 5G ভারতে আজ হবে লঞ্চ

50W ফাস্ট চার্জিং ফিচার সহ Realme X7 Max 5G ভারতে আজ হবে লঞ্চ
HIGHLIGHTS

Realme X7 Max 5G আজ দুপুর 12.30 টায় অনলাইনে ইভেন্টে লঞ্চ করা হবে

Realme Smart TV 4K সিরিজও লঞ্চ করা হবে আজকের এই Realme ইভেন্টে

রিয়েলমি এক্স 7 ম্যাক্স 5G একটি 5G স্মার্টফোন যা মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 চিপসেটে কাজ করবে

Realme X7 Max 5G Launch In India: চিনের স্মার্টফোন নির্মাতা সংস্থা Realme আজ ভারতীয় বাজারে তার নতুন স্মার্টফোন Realme X7 Max 5G লঞ্চ করতে চলেছে। ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ এই ফোনের জন্য একটি ডেডিকেটেড পেজও প্রকাশ করা হয়েছে। ফোন সম্পর্কিত এখানে কিছু তথ্যও দেওয়া হয়েছে। পেজ অনুযায়ী, এই ফোনে মিডিয়াটেক ডাইমেনশন 1200 চিপসেট, FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 120Hz আল্ট্রা স্মুথ ডিসপ্লে এর মতো অনেক শক্তিশালী ফিচার দেওয়া হয়েছে। তবে আসুন জেনে নেওয়া ভারতে লঞ্চ হওয়া Realme X7 Max 5G সম্পর্কে…

Realme X7 Max 5G ফোনের লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন:

Realme  আজ দুপুর 12.30 টায় অনলাইনে এই ফোনটি লঞ্চ করবে। পাশাপাশিই লঞ্চ ইভেন্ট সংস্থার Realme Smart TV 4K সিরিজও লঞ্চ করা হবে। আপনি যদি Realme-র এই লঞ্চ ইভেন্টি দেখতে চান তবে সংস্থার অফিসিয়াল Facebook পেজ এবং YouTube পেজে দেখতে পারবেন।

Realme X7 Max 5G ফোনের ফিচার্স:

রিয়েলমি এক্স 7 ম্যাক্স 5G একটি 5G স্মার্টফোন যা মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 চিপসেটে কাজ করবে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া থাকবে। Flipkart-এর লিস্টিং থেকে জানা গিয়েছে যে এই ফোনের Antutu স্কোর 7,06,000 এরও বেশি হিসাবে রিপোর্ট করা হচ্ছে। আরও জানা গিয়েছে যে Realme এই ফোনের জন্য রেসিং গেম Asphalt 9 Legends-এর সাথে হাত মিলিয়েছে।

ফটোগ্রাফির জন্য, Realme X7 Max 5G ফোনে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। আরেকটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। তৃতীয়টি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনে 50W SuperDart চার্জিং সপোর্ট থাকবে। সংস্থা দাবি করেছে যে Realme X7 Max 5G ফোন 16 মিনিটের মধ্যে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।

Realme X7 Max 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 চিপসেট দেওয়া হয়েছে যা 6nm চিপের উপর ভিত্তি করা। এই ফোনের ওজন হবে 179 গ্রাম। এতে দুটি 5G সিম কার্ড সাপোর্ট দেওয়া হবে। এছাড়া ফোনে থাকবে একটি FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর ডিসপ্লে রিফ্রেশ রেট 120Hz। এর টাচ স্যাম্পলিং রেট 360Hz। এর ব্রাইটনেস 1000nits পর্যন্ত।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo