চাঁদের আরও কাছে এবার চন্দ্রযান 2, পৌঁছে গেল তৃতীয় কক্ষপথে

চাঁদের আরও কাছে এবার চন্দ্রযান 2, পৌঁছে গেল তৃতীয় কক্ষপথে
HIGHLIGHTS

এই সময়ে একবার চাঁদের সব থেকে কাছে আর একবার সব থেকে দূরে থাকবে চন্দ্রযান 2

তৃতীয় কক্ষপথে এই সময়ে চন্দ্রযানের সঙ্গে চাঁদের দূরত্ব সব থেকে কম হবে 179 কিলোমিটার

আর সর্বাধিক দূরত্ব হবে 1412 কিলোমিটার

একের পরে এক সাফল্য ছুঁয়ে চলেছে চন্দ্রযান 2। এবার চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গেল চন্দ্রযান 2।  বুধবার সকাল 9 টা 4 মিনিটে পৃথিবীর এক মাত্র উপগ্রহ চাঁদের তৃতীয় কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান 2।

সামনের মাসের 2 তারিখ মানে 2 সেপ্টেম্বর চন্দ্রযান থেকে আলাদা হবে ল্যান্ডার ‘বিক্রম’। আর আজ আর কাল এই দুই দিনই চাঁদকে প্রদক্ষিণ করবে চন্দ্রযান 2। আর এই কক্ষপথে আসার ফলে চাঁদের একদম কাছে আর একবার একদম দূরে যাওয়ার সুযোগ পাবে চন্দ্রযান 2। আর এর ফলে চাঁদের পিঠের থেকে চন্দ্রযান 2 য়ের উচ্চতাও কমে যাবে অনেকটা। আর তখন সব থেকে কাছে পৌঁছাবে সে আর সেখান থেকে চাঁদের ছবি আরও স্পষ্ট ভাবে তোলা সম্ভব হবে।

আর এই তৃতীয় কক্ষপথে এই সময়ে চন্দ্রযানের সঙ্গে চাঁদের দূরত্ব সব থেকে কম হবে 179 কিলোমিটার আর সর্বাধিক দূরত্ব হবে 1412 কিলোমিটার।

আর এর পরে 2 সেপ্টেম্বর আলাদা হওয়ার পরে 7 সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখবে সে। আর শুরু হবে চন্দ্র রহস্য উন্মোচনের নতুন দিক।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo