Motorola E4 Plus লঞ্চের আগেই ফোনটির ইমেজ লিক হয়ে গেছে

HIGHLIGHTS

এর আগেও এই ডিভাইসটির রেন্ডার সামনে এসেছিল

Motorola E4 Plus লঞ্চের আগেই ফোনটির ইমেজ লিক হয়ে গেছে

Lenovo অধিকৃত কোম্পানি Motorola খুব তাড়াতাড়ি তাদের অ্যাফোর্ডেবেল moto E স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে পারে। এবার এই সিরিজের আপকামিং স্মার্টফোন Moto E4 Plus এর রেন্ডার লিক হয়েছে। এর আগেও এই ডিভাইসটির রেন্ডার সামনে এসেছিল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ডিভাইসটির সিম ফ্রি আনলকড ভেরিয়েন্ট EUR 159.95  অর্থাৎ প্রায় Rs. 11,500  হবে। এছাড়া এর 3GB ভেরিয়েন্টটির দাম EUR 190  অর্থাৎ প্রায় Rs 13,300 হবে।

এই রেন্ডারটি Roland Quandt লিক করেছে। খবর অনুসারে এই স্মার্টফোনটি Moto G5 আর Moto G5 Plus’র মতন ডিজাইন যুক্ত হবে। এই ডিভাইসটির ফ্রন্টে ওভাল আকৃতির ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এই ডিভাইসের ডান দিকে অন/অফ এর বটন থাকবে।

এই ডিভাইসটিতে 5.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকবে, যার রেজিলিউশন 1280 x 720p । এই ডিভাইসটিতে মিডিয়াটেক MT6737M প্রসেসার আছে। এই ডিভাইসের র‍্যাম 2GB/3GB আর এর ইন্টারনাল স্টোরেজ 16GB।
এই ডিভাইসের রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সালের আর এর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের এই ডিভাইসের ব্যাটারি 5,000mAh। এছাড়া এই ফোনটিতে 4G/LTE, LTE, Bluetooth 4.2, NFC (optional), WLAN 802.11 a / b / g / n আর GPSও আছে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo