HIGHLIGHTS
এতে 512MB’র র্যাম আর 4GB’র ইন্টারনাল স্টোরেজ আছে, যাকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 32GB অব্দি বাড়ানো যেতে পারে
Alcatel আমেরিকার বাজারে তাদের ফিচার ফোন Alcatel Go Flip লঞ্চ করে দিয়েছে। এই ফিচার ফোনটি টি-মোবাইলে পাওয়া যাচ্ছে। Alcatel Go Flip এর দাম $75 (প্রায় Rs 4,840) রাখা হয়েছে।
SurveyAlcatel Go Flip এর ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক, এতে 2.8- ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 320 x 240 পিক্সাল। এই ফোনটিতে 1.1GHz ডুয়াল –কোর প্রসেসার আছে। এতে 512MB’র র্যামও দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4GB’র ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 32GB অব্দি বাড়ানো যায়। এতে 482mAh এর ব্যাটারি আছে, কোম্পানি দাবি করেছে যে এটি 6.5 ঘন্টার টক-টাইম আর 11 দিনের স্ট্যান্ডবাই টাইম দেয়।
আরও দেখুনঃ Honor 9 ডুয়াল ক্যামেরা সেটআপ আর 6GB র্যাম যুক্ত হবে
এই ফোনটির ক্যামেরা সেটআপ একবার দেখে নেওয়া যাক, এতে 5 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 4G LTE সাপোর্ট করে। এটিতে ব্লুটুথ 3.0, ওয়াই-ফাই 802.11 a/b/g/n/u আর GPS আছে। এর সাইজ হল 4.13 × 2.09 × 0.67 –ইঞ্চির আর এর ওজন 116 গ্রাম।
আরও দেখুনঃ Oneplus 5, স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত ভারতের প্রথম স্মার্টফোন হবে
আরও দেখুনঃ Nokia 9 এ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 SoC থাকবে